রবিবার ১৯ অক্টোবর ২০২৫
সম্পূর্ণ খবর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৫৮Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ফেলুদা, শঙ্কুর পরে যে চরিত্রটিকে নিয়ে আস্ত একটি সিরিজ লিখেছিলেন সত্যজিৎ রায়, তা হল তারিণীখুড়ো। রহস্য, রোমাঞ্চ, ভূত, ডাকাত, ম্যাজিক, বাঘ- কী নেই তারিণী বাঁড়ুজ্যের সব গল্পে। এবং সেই গল্পগুলো এতটাই জমাটি যে একটি পড়া শুরু করলে থামতে পারেন না পাঠক। বেনিয়াটোলা লেন থেকে বালিগঞ্জে মাঝেমধ্যেই আসতেন খুড়ো ভুলু, ন্যাপলা, চটপটিদের নিজের জীবনে গল্প শোনাতে। ‘গল্পবলিয়ে তারিণীখুড়ো’ তার মধ্যে একটি। ১৯৮৮ সালে এই ছোটগল্পটি লেখেন সত্যজিৎ। তাকেই অনন্ত নারায়ণ মহাদেবন এবার চলচ্চিত্রের রূপ দিলেন। নাম দিলেন, ‘দ্য স্টোরিটেলার’। ওটিটিতে সম্প্রচার হওয়ার পর থেকেই প্রশংসা ভেসে এসেছে এই সিরিজের উদ্দেশ্যে। তারিণীর চরিত্রে পর্দায় হাজির হয়েছেন জনপ্রিয় বলি-অভিনেতা পরেশ রাওয়াল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে জনপ্রিয় বাঙালি অভিনেতা রোহিত মুখোপাধ্যায়কে। কী করে এই সিরিজে সুযোগ পেলেন তিনি? পরেশ রাওয়ালের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা-ই বা কেমন ছিল তাঁর? এসব জবাবের পাশাপাশি শুটিংয়ের নানান গল্প আজকাল ডট ইন-কে শোনালেন রোহিত মুখোপাধ্যায়।
রোহিত জানান, মুম্বই থেকে ফোন এসেছিল তাঁর কাছে। তবে তিনি যে ‘দ্য স্টোরিটেলার’-এ ‘বঙ্কিম দাশগুপ্ত’র চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন না, তা জানাতে বিন্দুমাত্র দ্বিধা ফুটে উঠল না তাঁর গলায়। “এখানকার একজন জনপ্রিয় অভিনেতাকে আমার অভিনীত এই চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি প্রধানত বড়পর্দাতেই অভিনয় করেন। কিন্তু তখন ধারাবাহিকে অভিনয় করছিলেন বলে ডেট পাওয়া যায়নি তাঁর। এরপর প্রস্তাব আসে আমার কাছে। তবে একটি ডেট ম্যাচ করছিল না, কারণ অন্য একটি প্রজেক্টে ডাবিং-এর জন্য আগে থেকে কথা দেওয়া হয়েছিল। সেকথা জানাতেই ওঁরা আরও চমৎকৃত হয়। কারণ, ডাবিং-এর জন্য একটি হিন্দি ওয়েব সিরিজের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলাম দেখে আমার পেশাদারিত্ব ওঁদের ভাল লাগে। তারপর ওঁরাই অন্য দিন শুটিংয়ের জন্য ঠিক করেন।”
“মুম্বইতে যে খুব বেশি কাজ করেছি, এমন নয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি যে ওঁরা যদি মনে করেন অমুক চরিত্রের জন্য তমুক ব্যক্তিটিকেই লাগবে তাহলে ওঁকেই ওঁরা নেবেন। এরপর লুক সেট করল আমার। গোঁফ লাগিয়েছিল, তারপর জানানো হল পরিচালক চাইছেন না এই লুক। তাই গোঁফ বাদ পড়ল, চশমা বদলাল কারণ গল্পের প্রেক্ষাপট আটের দশকের কলকাতা। এরপর আমার শুটিংয়ের আগের দিন ফোনে প্রোডাকশনের তরফে অনুরোধ এল, যদি একবার সেটে আমি আস্তে পারি। তো, গেলাম। রাইটার্স বিল্ডিংয়ের সামনে শুট চলছিল। দেখলাম, পরিচালক অনন্ত মহাদেবন বসে রয়েছেন চেয়ারে। আমাকে দেখেই শশব্যস্ত হয়ে উঠে নিজের চেয়ার ছেড়ে দিলেন। আমি তো অপ্রস্তুত। উনিও বসবেন না। ইউনিটের লোকজন তো আরও একটি চেয়ার দিলেন আমার জন্য। তারপর একসঙ্গে বসলাম। পরেশজির সঙ্গে আলাপ হল সেই প্রথম। প্রথম আলাপেই হাত ধরে লাঞ্চ করার অনুরোধ জানিয়েছিলেন পরেশজি। এত যত্ন, আতিথেয়তা...সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আসলে বোম্বের লোকেরা কী করে, প্রথম আলাপেই আপন করে নেন। যার ফলে কাজ করাটা খুব সহজ হয়ে যায়। এখানেও কয়েকটা হাউজ কিন্তু এই বিষয়টি করেন। এরপর একটা ব্যাপার হল...”
সামান্য থেমে ফের বলা শুরু করলেন রোহিত, “দুপুরে খাওয়াদাওয়ার পর আমাকে আলাদা করে ডেকে নিয়ে গেলেন অনন্ত মহাদেবন। আমাকে উনি বললেন, ‘বহু বছর ধরেই তো অভিনয় করেছেন। আমার জন্য একটি কাজ করতে পারবেন?’ জবাব দিয়েছিলাম, ‘হ্যাঁ’। আমাকে উনি বলেছিলেন, ‘আমার ছবির শুটিংয়ে একদম সাদা কাগজ হয়ে আসতে পারবেন? যা যা এতদিন করেছেন সব ভুলে হাজির হতে পারবেন?’ আশ্বাস দিয়েছিলাম। পরে বুঝেছিলাম কেন উনি আমাকে এই অনুরোধ করেছিলেন। আসলে, আমরা যাঁরা ধারাবাহিকে অভিনয়ে করি আমাদের মধ্যে একটু অতি নাটকীয়তার প্রবণতা থাকে। এবং থাকে ন্যায্য কারণেই। অনন্তজি সেটা জানতেন, তাই খানিক ভয় পেয়েছিলেন। তাই বলেছিলেন। আমিও প্রাণপণে ওঁর নির্দেশ মেনে যাওয়ার চেষ্টা করেছিলাম। শুটিংয়ের তৃতীয় দিনে আমার কাজের প্রশংসা করে আলাদা ডেকে বলেছিলেন, ' আমি কিন্তু বলিউডি ছবি তৈরি করি না দাদা, স্রেফ ছবি তৈরি করি।”
‘বঙ্কিম দাশগুপ্ত’ নিয়ে নিজস্ব ছন্দে রোহিত বললেন, “এই নামের কোনও চরিত্র সত্যজিৎ লিখে যাননি। ওটি পরিচালক অনন্ত মহাদেবনের সৃষ্টি। গল্পবলিয়ে তারিণীখুড়ো থেকে এই ছবির নির্যাসটুকু নেওয়া হয়েছে এই যা। অন্যান্য তারিণীখুড়োর দু'একটি গল্পের কিছু টুকরো টাকরা অংশ এই ছবির চিত্রনাট্যে রাখা হয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হল, তারিণীখুড়োর পরিবার বা ব্যাকগ্রউন্ড সেটা কিন্তু তৈরি করা হয়েছে। ছবিতে দেখানো হয়েছে তাঁর স্ত্রী মারা গিয়েছে। ছেলে আমেরিকায় থাকে। তারিণী একাকিত্বে ভোগে। বঙ্কিম ওঁর চেয়ে খানিক ছোট বয়সে কিন্তু দারুণ বন্ধু। এমন কাছের বন্ধু যাঁকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। বহু বছরের বন্ধু তাঁরা... বলা ভাল, সমস্ত সুখ দুঃখের সঙ্গী, আত্মীয়ের থেকে বড়।”
আর পরেশ রাওয়াল? “একটা কথা বলি। প্রায় ২৫ বছর আগে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় একটি টেলিফ্লিমে পরান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলাম। সাত দিন শুটিং করেছিলাম। পরানদার কাজ দেখে মনে হয়েছিল ম্যাজিক দেখছি। এত বছর পর পরেশজিকে দেখে মনে হয়েছিল সেই ম্যাজিকটা যেন আবার এত বছর পর দেখতে পেলাম! আর ভীষণ মজার মানুষ কিন্তু। ওঁকে দেখলে গম্ভীর লাগে এবং খানিকটা তাই-ও। কিন্তু একবার কাউকে মনে ধরে গেলে তখন উনি সাংঘাতিক মিশুকে! মজার কথা বলেন। এই তো আমার সঙ্গে একদিন শুটিং করার পরেই কাছে ডেকে বসলেন। এদিক ওদিকে ঘুরছিলাম, হাত নেড়ে ডেকে বলে বসলেন এদিক ওদিক কোথায় ঘুরছো? ‘এস আমার পাশে বস, আড্ডা মারি!’ আর ওঁর মতো বড় মাপের মানুষেরা বেশি সমালোচনা করেন না, প্রশংসাই করেন। সমালোচনা যেটুকু করেন সবই গঠনমূলক। এই যেমন একটা ঠিকঠাক হিন্দি ছবি তৈরি করতে ৮-১০ কোটির বেশি টাকা লাগা প্রয়োজন নেই। বাকি সব অনর্থক...এমন আর কী। আরও একটা কথা বলি, আমাকে একবার টেক্সট করেছিলেন পরেশজি। জানিয়েছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের 'অসুখ' ছবিটি দেখতে চান। কেন? না, একটি চরিত্রকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবেন বলে নিজের অভিনয়ে সৌমিত্রবাবুর ওই অভিনয়ের কিছু ব্যাপার যোগ করবেন। তা পাঠিয়েছিলাম। খুব খুশি হয়েছিলেন।”
অন্যদিকে আজকাল ডট ইন -এর সঙ্গে কথা বলাকালীন দ্য স্টোরিটেলার এর প্রসঙ্গে রোহিত মুখোপাধ্যায়ের অভিনয়ের তারিফ করেছেন পরেশ রাওয়াল। বলেন, “রোহিত দাদা খুব জবরদস্ত অভিনেতা। মানুষ হিসাবেও সাচ্চা। শুটিংয়ে দারুণ গল্প-আড্ডা হয়েছিল আমাদের। ওঁর সঙ্গে কাজ করে খুব আরাম পেয়েছি। আমার তরফে ওঁর জন্য শুভেচ্ছা রইল, জানাবেন।”

নানান খবর

EXCLUSIVE: ‘ভূত নেই, ভয় আছে!’ ভূত চতুর্দশীতে ভয় আর ভূতের রহস্য নিয়ে অকপট পরান বন্দ্যোপাধ্যায়

শাহরুখ-সলমনের মতো তারকাদের ছবি কেন দীপাবলিতে আর মুক্তি পায় না? কেন অন্যরকম হয়ে গেল ‘উৎসবে-এর লড়াই’?

EXCLUSIVE: ‘পুলিশ পাশে না থাকলে বিপদ আরও বাড়ত’ ভয়ংকর পথদুর্ঘটনায় এক ঝটকায় মৃত্যুকে ছুঁয়ে কীভাবে কলকাতায় ফিরলেন জয়জিৎ?

ভূতেদের নৃত্য নাকি সবই মোহ! ভূতচতুর্দশীতে প্রকাশ্যে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর প্রথম ঝলক

মাতৃত্ব উদযাপনে দীপিকা, বিমানবন্দরে অনুরাগীর উপর কেন চটে গেলেন অক্ষয় কুমার?

নতুন ধারাবাহিক আসায় খবর পেয়েই তড়িঘড়ি ইতি টানল এই জনপ্রিয় মেগা! আর দেখা যাবে না কোন প্রিয় জুটিকে?

'আমি কিন্তু খুব একটা সেক্সি নই...,' সাহসী দৃশ্যে অভিনয়ের সময় ভয় করে সামান্থার! কিন্তু কেন?

'যত কাণ্ড কলকাতাতেই' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হঠাৎই অসুস্থ অনীক দত্ত! কী হয়েছে পরিচালকের?

'তোমায় আঙুলে নাচাবে এই মেয়ে...,' কন্যা সন্তান ঘরে আসতেই কেন আরবাজকে এমন সতর্কবার্তা দিলেন শাবানা আজমি?

ত্রৈলোক্য থেকে হুব্বা শ্যামল, চেনম্যান থেকে সজল বারুই, বাদ নেই রসিদ খানও! প্রকাশ্যে বাংলার অপরাধ জগতের প্রথম ঝলক

শুভশ্রীর আসন্ন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এ সাংবাদিকদের কটাক্ষ করা হয়েছে না কি গাওয়া হয়েছে জয়গান? সোজাসাপটা পরিচালক

'আমার স্বামীর পায়ের নখেরও যোগ্য নয়', সঞ্জীব কুমারকে এত বড় অপমান কোন নায়িকার

ছবি তোলার নামে ওরির মাথা জোর করে বুকে চেপে ধরেন রাখি সাওয়ান্ত, চুমুও খান! কী হয় তারপর?

বাড়িতে মিথ্যে বলে পানশালায় মত্ত লোকেদের সামনে গাইছে বাড়ির বউ! বরের নজরে আসতেই কী পরিণতি হল?

নীরবে অসহায়দের ত্রাতা! আরও একবার মানবিকতার নজির গড়লেন সলমন, তবু শেষ রক্ষা হল না

ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কাল বেরিয়ে পড়ল পারথে, দুই মহাতারকার ব্যর্থতার দিনে উজ্জ্বল রাহুল-অক্ষর

আলোর উৎসবের আগেই অন্ধকার, ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিক

মাঝ সমুদ্রে বিকল ইঞ্জিন, ট্রলার ভাসতে ভাসতেই ঘটে গেল বড় বিপদ, কুলতলির মৎস্যজীবীদের পরিণতি জানেন?

মুসলিমরা 'নমক হারাম', বিহারে নির্বাচনের আগে চাঁচাছোলা মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর! তুঙ্গে বিতর্ক

পাক নৃশংসতার কড়়া জবাব রশিদের, যা করলেন তাতে কুর্নিশ জানাবেন তারকাকে

ভারতের প্রতিবেশী, দুনিয়ার একমাত্র এই দেশের সঙ্গেই রয়েছে ১৪টি রাষ্ট্রের সীমান্ত!

ক্যান্সার তৈরি হলেও ছড়াবে না গোটা দেহে, রহস্য উন্মোচন বিজ্ঞানীদের

কোথাও বৃষ্টি, কোথাও তুষারপাত! দীপাবলিতে কনকনে ঠান্ডার আমেজ, ভারী বৃষ্টির চরম সতর্কতা ৬ রাজ্যে

খাতা না খুলেই আউট কোহলি, এই লজ্জার রেকর্ডে রোহিতকেও পিছনে ফেলে দিলেন বিরাট

পেতে পারেন জামিন? নীরব মোদি মামলায় নতুন মোড়

ধুন্ধুমার জেএনইউ-তে, ব্যারিকেড ভেঙে পুলিশের উপর আক্রমণ পড়ুয়াদের! দোষারোপ-পাল্টা দোষারোপে উত্তাল দিল্লির বিশ্ববিদ্যালয়

'নো কিংস' বিক্ষোভ: গা রিরি করছে প্রেসিডেন্টের, আন্দোলনকারীদের 'কদর্য' আক্রমণ রাজার মুকুটধারী ট্রাম্পের!

'ভিন জাতের নাতির মুখ দেখব না', ন'মাসের গর্ভবতী পুত্রবধূকে কুপিয়ে শেষ করল শ্বশুর! ইন্ধন দিয়েছিল শাশুড়ি, ননদ
সোনার বাজারে আরও বড় কিছু হতে চলেছে, আশঙ্কিত অর্থনীতিবিদরা

ইন্টার মায়ামির পাঁচে মেসির তিন, জিতে নিলেন সোনার বুট

কল্যাণের চাপে পদ্ম শিবির: কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শ্রীরামপুরে চ্যালেঞ্জ গ্রহণ সুকান্তর!

'এই বেদনা-কষ্ট নিয়েই এগিয়ে যাব...', 'আমাগো ফ্যান্স'দের কাছে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যথিত অস্কারের

মায়ের সঙ্গে ফষ্টিনষ্টি! প্রিয় বন্ধুর কীর্তিতে মেজাজ চরমে, গলা কেটে, মাথা থেঁতলে নির্মমভাবে শেষ করল তরুণ

দীপাবলি-ছটে ঘরে ফিরছিলেন, ট্রেনে উঠতে গিয়েই শেষ হয়ে গেল সব, ভয়াবহ দুর্ঘটনায় নিমেষে একের পর এক মৃত্যু

গিলকে বদলি করা কেবল একটা ভুল নয়, আরও এক ভুল করেছিলেন অস্কার, তার জন্য আক্ষেপ করতেই পারেন