শুক্রবার ২১ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৩২Abhijit Das
রিয়া পাত্র
২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি। 'আজ বইমেলা যাব', 'পরের বুধবার বইমেলা যাব', 'শেষ রবিবার বইমেলা যাব' বলতে বলতে একেবারে শেষের মুখে বইমেলা। আর কয়েক ঘণ্টা। শেষ বেলায় দাঁড়িয়ে প্রতি বছরের ন্যায় পুরস্কার তুলে দেওয়া হল বিশেষ স্টলের হাতে। সম্মাননা তুলে দেওয়া হল বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের হাতে। যাঁরা এই বইমেলা সফলের পিছনে জড়িয়ে অঙ্গাঙ্গিকভাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিদিব চট্টোপাধ্যায়, সুধাংশু শেখর দে, তাপস সাহা, রাজু বর্মন, শ্রীবিন্দু ভট্টাচার্য, গ্যারী গৌতম দত্ত, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সাংসদ দোলা সেন, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার, গোয়েথে ইনস্টিটিউট-এর ডিরেক্টর-সহ বিশিষ্টজনেরা।
সুধাংশু শেখর দে বারবার বললেন, মেলার স্থায়ীকরণের কথা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন এই সিদ্ধান্তের জন্য। গোয়েথের ডিরেক্টর গিল্ডকে ধন্যবাদ জানিয়েছেন। ৪৭ বছর পর, এবার থিম কান্ট্রি জার্মানি। জার্মানির প্যাভিলিয়ন তৈরি থেকে, প্রতিদিনের অনুষ্ঠানসূচি, সেসব নিয়ে কথা বললেন তিনি। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জল, বনবিভাগ, পরিষ্কার পরিচ্ছন্নতা, দমকল-সহ সব বিভাগের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন, সফলভাবে মেলা সম্পন্ন করার জন্য। একই সঙ্গে তিনি জানান, 'এই বড় মেলায়, এতদিনে কোনও অপরাধমূলক ঘটনা ঘটেনি।' রাজ্যসভার সাংসদ দোলা সেনও মেলার সঙ্গে জড়িয়ে সব বিভাগের সকলকে ধন্যবাদ জানিয়েছেন, একই সঙ্গে ধন্যবাদ জানান বইপ্রেমীদের এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে।
বইমেলায় গিল্ডের পক্ষ থেকে বিশেষ সম্মান তুলে দেওয়া হল জার্মানি, আর্জেন্টিনা, কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি(কেএমডিএ), বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর, বিধাননগর পুলিশ, দমকল বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর, বনদপ্তর, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি এগরো, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, মেঘবালা ব্রডব্যান্ড, পিয়ারলেস হসপিটাক্স হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিনিধিদের হাতে। বিশেষ সম্মান তুলে দেওয়া হয় গ্যারী গৌতম দত্তর হাতে। বিশেষ স্টল হিসেবে সম্মান দেওয়া হল জাগো বাংলাকে।
মেলায় খোলা মাঠ, রিজিওনাল পাবলিশার্স, বড় স্টলের পুরস্কার পেয়েছে আজকাল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। ছোট স্টলের পুরস্কার পেয়েছে মাতৃশক্তি। টুইন শেয়ারিং স্টলের পুরস্কার পেয়েছে বই প্রকাশন। ইংরেজি জোনে 'বড় স্টল' বিভাগে পুরস্কার পেয়েছে হ্যাচেট বুক পাবলিশিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ছোট স্টলের পুরস্কার পেল মায়া আর্ট স্পেস।