সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

can Tollywood film binodini make it to Guinness Book of world records ent

বিনোদন | গিনেস বুকে রাম কমলের 'বিনোদিনী'? কী বলছেন পরিচালক? জানাচ্ছে আজকাল ডট ইন

Reporter: Syamasri Saha | লেখক: নিজস্ব সংবাদদাতা | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ০৫Akash Debnath


নিজস্ব সংবাদদাতা, কলকাতা: গিনেস বুকে নাম উঠতে পারে নটী বিনোদিনীর? তেমনই আশা করছেন 'বিনোদিনী-একটি নটীর উপাখ্যান'-এর পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। পরিচালক জানিয়েছেন, ছবির প্রচারের জন্য নয়, বিনোদিনীকে সম্মান জানাতেই এই উদ্যোগ তাঁদের। আজকাল ডট ইনকে রাম কমল বলেন, "বিনোদিনীর সঙ্গে যে অন্যায় হয়েছিল, তার ১৪১ বছর পর তাঁরই নামের থিয়েটারে তাঁরই জীবনীছবির প্রিমিয়ার হচ্ছে, এই ঘটনা গোটা পৃথিবীতে আর কোথাও হয়েছে বলে জানা নেই। সে কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস' এবং 'লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'-এ এই ঘটনা নথিভুক্ত করার আবেদন জানাব। এর পর রেকর্ড বুকের আধিকারিকেরা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন।" 

প্রসঙ্গত, প্রায় ১৪১ বছর আগে ১৮৮৩ সালে উত্তর কলকাতার বিডন স্ট্রিটে প্রথম তৈরি হয় স্টার থিয়েটার। সেই সময় নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ বিনোদিনীকে স্টার থিয়েটার তৈরির টাকা জোগাড় করার অনুরোধ করেন। বলা হয়েছিল বিনোদিনীর নামেই রাখা হবে থিয়েটারের নাম। ঠিক হয়েছিল প্রেক্ষাগৃহের নাম হবে ‘বি থিয়েটার’। গিরিশের অনুরোধ ফেলতে পারেননি বিনোদিনী। ব্যবসায়ী গুর্মুখ রায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা তুলে তা দিয়েছিলেন স্টার থিয়েটার তৈরির জন্য। সেই টাকাতেই তৈরি হয় থিয়েটার। কিন্তু থিয়েটার উদ্বোধনের আগে বিনোদিনী জানতে পারেন ‘নাম’ পাল্টে গিয়েছে। নতুন থিয়েটারের রেজিস্ট্রি হয়েছে ‘স্টার’ নামে। শোনা যায়, বিনোদিনীর নামে ‘নাম’ রাখলে তৎকালীন সুশীলসমাজ আপত্তি তুলতে পারে সেই ‘যুক্তি’তেই শেষ লগ্নে নাম বদল করা হয়। পরে বিনোদিনী বোঝেন তাঁর সঙ্গে ‘ছলনা’ করা হয়েছে।

পাঁচ বছর পরে ১৮৮৮ সালে উত্তর কলকাতার হাতিবাগানের কর্নওয়ালিস স্ট্রিট (অধুনা বিধান সরণি)-এ দ্বিতীয় স্টার থিয়েটার তৈরি হয়। হাতিবাগানের এই স্টার থিয়েটার তৈরিতে সরাসরি বিনোদিনী যুক্ত না থাকলেও বিনোদিনী আর স্টারের সম্মিলিত নাম-মাহাত্ম্য এমনই যে, পরবর্তী কালে হাতিবাগানের স্টার থিয়েটারের সঙ্গেও মানুষ বিনোদিনীর স্মৃতিকে জুড়ে দিয়েছেন। সেই স্টারের সঙ্গেই অবশেষে জুড়েছে বিনোদিনীর নাম।

২০২৪-এর ৩০ ডিসেম্বর সন্দেশখালির মঞ্চ থেকে স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ভোলেননি পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্র। ২২ জানুয়ারি বিনোদিনী থিয়েটারে বিশেষ স্ক্রিনিং-এর মাধ্যমে পথ চলা শুরু করে ছবিটি।


BinodiniRukminiMoitra

নানান খবর

নানান খবর

‘বেঙ্গল টাইগার’ সেজে নিউ ইয়র্কে হাঁটবেন শাহরুখ! সিদ্ধার্থের নতুন ছবিতে কার্তিকের ‘প্রেমিকা’?

প্রথমবার হিন্দি ধারাবাহিকে সৃজনী, কোন বলি নায়কের সঙ্গে জুটি বাঁধবেন পর্দায়?

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত পবনদীপ রাজন! বিপজ্জনক অবস্থায় 'ইন্ডিয়ান আইডল' খ্যাত গায়ক

চুরির উপরেই টিকে আছে বলিউড, নকলের ধোঁয়ায় ঢেকে যাচ্ছে ভবিষ্যৎ! নওয়াজ-বিস্ফোরণে হইচই ইন্ডাস্ট্রিতে

'মদ্যপান আর রাতপার্টি থেকে দূরে থাকো..,' বাবিলের কান্নাভেজা চোখ দেখে আর কী বললেন হর্ষবর্ধন রানে?

Exclusive: ‘অহল্যা দেখে খুশি হতেন, আলাদিন দেখে রেগে যেতেন!’ সত্যজিৎ রায়-কে নিয়ে একান্ত আড্ডায় সুজয় ঘোষ

‘ওদের শিল্পীদের মাথায় তুলে রাখি, আর ওরা?’ পাকিস্তানের ‘ভালবাসা’ নিয়ে তোপ জাভেদ আখতারের

হৃতিকের সঙ্গে রসায়নই হয়েছিল কাল! 'ধুম ২'-এর পর আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল শুটিং ফ্লোরে?

‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!

‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার 

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে 

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য? 

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

সোশ্যাল মিডিয়া