রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর

AD | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৩৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ১০৪ জন ভারতীয় নাগরিককে সম্প্রতি দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার একটি সামরিক বিমানে অবৈধ ভারতীয়দের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অধীনে এই প্রথম অবৈধ ভারতীয় দেশে ফেরত পাঠানো হল। ১০৪ জনের মধ্যে মধ্যে ৩৩ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাতের, ৩০ জন পাঞ্জাবের, ৩ জন মহারাষ্ট্রের, ৩ জন উত্তরপ্রদেশের এবং ২ জন চণ্ডীগড়ের বাসিন্দা। এই দলে ১৯ জন মহিলা এবং ১৩ জন নাবালক ছিল, যার মধ্যে চার বছরের একটি ছেলে এবং পাঁচ এবং সাত বছরের দু'টি মেয়েও ছিল। শুধু ভারতীয়রাই নন বিভিন্ন দেশের অবৈধ বাসিন্দারে তাঁদের দেশে ফেরত পাঠানো হচ্ছে।
নির্বাচনী প্রচারেই অবৈধ অভিবাসন মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় ফিরে সেই কথা রাখছেন তিনি। অবৈধ অভিবাসন মোকাবিলায় ভারত ও আমেরিকার মধ্যে সম্প্রতি আলোচনাও হয়। যদিও এর আগে অবৈধ ভারতীয়দের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু সামরিক বিমানে দেশে পৌঁছে দেওয়ার পদক্ষেপ এই প্রথম।
অভিবাসন আইন লঙ্ঘন করে যাঁরা আমেরিকায় বসবাস করছেন তাঁদেরই নিজেদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। মার্কিন অভিবাসন দপ্তর এই বিষয়টি দেখাশোনা করে। বিভিন্ন কারণে নাগরিকত্ব অবৈধ হতে পারে যেমন, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া বা ভিসার অপব্যবহার, অপরাধমূলক কার্যকলাপ ইত্যাদি। যাঁরা এই সব নিয়মভঙ্গ করেন তাঁদের দেশে ফেরত পাঠানোর সম্ভাবনা থাকে। আইন লঙ্ঘনকারীকে প্রথমে আটক করে একটি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। বিচার বিভাগের অধীনে অবস্থিত অভিবাসন আদালতে হাজির না না করানো পর্যন্ত তাঁরা সেখানেই থাকেন। এরপর আদালত অভিবাসী আশ্রয় চান কি না তা পর্যালোচনা করে এবং পরিস্থিতির উপর ভিত্তি করে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
ভারত এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক আলোচনার মাঝেই ১০৪ জনকে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকা বহুদিন ধরেই ভারতের বৃহত্তম বানিজ্য সঙ্গী। বিশেষ করে এশিয়ায় চীনের প্রভাব ক্রমশ বৃদ্ধি হওয়ায় দুই দেশই নিজেদের কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি করতে আগ্রহী। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। উভয় পক্ষই অভিবাসন সংক্রান্ত উদ্বেগগুলি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
নানান খবর

নানান খবর

তেল আবিব বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা, দিল্লি-তেল আবিব এয়ার ইন্ডিয়া ফ্লাইট ফিরিয়ে আনা হল আবু ধাবিতে

যুদ্ধ লাগলে মাত্র চারদিনেই কুপোকাত পাকিস্তান? সীমান্তে উত্তেজনার মাঝেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য!

গরমে ডিহাইড্রেশন থেকে সাবধান, কী বলছেন বিশেষজ্ঞরা

ঘুমেই রয়েছে দীর্ঘ জীবনের জিওনকাঠি, সামনে এল অবাক করা তথ্য

১০০ কিমি দীর্ঘ পথ ১২ দিন অবরুদ্ধ, যা বিশ্বের দীর্ঘতম ট্র্যাফিক জ্যাম বলে প্রসিদ্ধ, জানেন কোথায় হয়েছিল?

চলেছিল মাত্র কয়েক মিনিট! এই যুদ্ধ ইতিহাসের পাতায় সবচেয়ে স্বল্প-মেয়াদী বলে পরিচিত, জানেন কাদের মধ্যে হয়েছিল?

'ফাঁকা হুমকি' কেবল পাকিস্তানিদের মধ্যে ভয়েরই বহিঃপ্রকাশ, পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা বিজেপির

পাকিস্তানের 'বেপরোয়া উস্কানি'! ৪৫০ কিমি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইসলামাবাদের

'সিন্ধুর জল আটকাতে ভারত বাঁধ বানালে ধ্বংস করে দেব', পাক-মন্ত্রী আসিফের মুখে ফের গরমাগরম বুলি

সকাল থেকে ভোটের লাইনে অস্ট্রেলিয়াবাসী, কারও দেহে নেই একটি সুতোও! কেন

এভাবেও টাকা কামানো যায়, 'গরম বিছানা' ভাড়া দিয়ে মাসে আয় ৫০ হাজার ডলার!

ভলগোগ্রাদ বিমানবন্দরের নাম পাল্টে 'স্টালিনগ্রাদ আন্তর্জাতিক বিমানবন্দর' করলো রাশিয়া

মার্কিন দেশে অতিমারি! ভয়ের চোটে ঘুম উড়ল ট্রাম্প প্রশাসনের

এশিয়ান শিল্পীদের প্রয়াস আমেরিকাতে, নানা দেশের সংস্কৃতি ফুটে উঠল প্রদর্শনীতে

পৃথিবী থেকে হারিয়ে যাবে মানুষ, কেন এই অশনি ইঙ্গিত দিলেন গবেষকরা