রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

Popular bengali actor Sujan Neel Mukhiopadhyay shares memories of rudraprasad sengupta on his 90th birthday

বিনোদন | Exclusive: নীলের নাট্যদল ‘চেতনা’র কঠিন সময়, সবার অলক্ষ্যে থেকে কীভাবে সাহায্য করেছিলেন তাঁর রুদ্র জেঠু?

Rahul Majumder | | Editor: Syamasri Saha ৩১ জানুয়ারী ২০২৫ ১৭ : ৪৪Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: ৩১ জানুয়ারি, শুক্রবার ৯০ এর চৌকাঠ পেরোলেন কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। বর্ষীয়ান এই নাট্য ব্যক্তিত্বকে শুভেচ্ছা জানাতে এদিন তাঁর কাছে পৌঁছে গিয়েছিলেন আরও এক নাট্যব্যক্তিত্ব তথা বড়পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়। তাঁদের মোলাকাতের একটি মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে তাঁর রুদ্র জেঠুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে নয়, বরং সুজনের দিকেই স্মিত হাসিমুখে তাকিয়ে রয়েছেন রুদ্রপ্রসাদ। আর 'নীল'-এর চোখ অবশ্য তখন ক্যামেরার দিকে। আর মুখে একগাল তৃপ্তির হাসি। 

 

ছবির সঙ্গে পোস্টে সুজন নীল লিখেছেন, “বাংলা তথা ভারতীয় থিয়েটারের  অন্যতম পথিকৃৎ, আমাদের অভিভাবক রুদ্রপ্রসাদ সেনগুপ্তর‌ আজ‌ ৯০ তম জন্মদিন....আমার প্রণাম। ওনার এই‌ প্রাণশক্তি আরো‌ বহু বছর অব্যাহত থাক, ওনার সৃষ্টি আমাদের পাথেয় হোক...ওনার নান্দীকার সোহিনী, সপ্তর্ষি, অর্ঘ্য সহ তরুণ প্রজন্মের হাত ধরে নতুন দিগন্ত উন্মোচিত করুক..আজি শুভদিনে এই কামনা রইলো।

বিঃদ্রঃ ওনার বাড়িতে এই ‘সেল্ফি’ নামক চিত্রটি তোলার অনুরোধে প্রবল আপত্তি স্বত্বেও আমার ছেলেমানুষীর কাছে নতি স্বীকার করে শেষ পর্যন্ত রাজী হলেন।শুধু বললেন, “তুই‌ তোল, আমি কিন্তু ক্যামেরার দিকে তাকাবো না,তোর দিকে তাকিয়ে থাকবো" ব্যাস, দুটো টেকে ওকে...
সেই তাকানো আমার সিন্দুকে আজীবন রইলো‌,ওনার সৃষ্টির ভান্ডারের মতো।”

 

 

সুজন নীলের সঙ্গে রুদ্রপ্রসাদের সম্পর্ক পারিবারিক। ছোট থেকেই রুদ্র জেঠুর কাছের মানুষ তিনি। আজকাল ডট ইন-কে অভিনেতা বললেন, “আমার সাতের দশকে জন্ম। আমার যখন জন্ম তখন বাংলার গ্রূপ থিয়েটারের আন্দোলন চরমে। ছোট থেকেই বাবার হাত ধরে অ্যাকাডেমিতে নাটক দেখতে যেতাম। রুদ্র জেঠুর কাজ তখন থেকেই দেখা শুরু। ব্রেখট-এর লেখা থেকে ‘বিধি ও ব্যতিক্রম’ করছেন নাটক। দেখুন, তখন তো ওত কিছু বুঝতাম না। শুধু বুঝতাম, এই নাট্য ব্যক্তিত্ত্বকে মানুষ তখন আলাদা সম্মান দিচ্ছেন... সারাজীবন ধরে কীসব কাজ করেছেন। ছোটবেলা থেকেই খুব ভালবাসতেন আমাকে। দেখা হলেই আদর করতেন। একটা কথা বলতে চাই যা ভীষণ গুরুত্বপূর্ণ বলেই আমার মনে হয়। নিজস্ব নাটক নিয়ে চর্চার বাইরে  যে জাতীয় নাট্য উৎসব করত নান্দীকার, তা বিরাট সাংস্কৃতিক পাওয়া ছিল নাট্যপ্রেমীদের কাছে, অভিনয়ের শিক্কার্থীদের কাছে। এই যে ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক নাট্যদলগুলিকে এক ছাদের তলায় নিয়ে আসা, এ যে কী বড় ব্যাপার ছিল তখন তা আজকের দিনে বোঝা অসম্ভব। টানা ১৫দিন ধরে চলত এই উৎসব। এই অসাধ্যসাধন করার পিছনের প্রধান রূপকার কিন্তু ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। এখানেই প্রথম জব্বর প্যাটেলকে দেখা, শ্রীরাম লাগুকে দেখা, বি.জয়শ্রীকে দেখা, পন্নীকরকে দেখা, বিজয় তেন্ডুলকারকে চেনা। ভারতীয় থিয়েটারের ইতিহাসে এটা লেখা থাকবে। ভারতে নিজস্ব উদ্যোগে আর কেউ পারেননি এ কাজ!”

“তখন নান্দীকারের তরফে শুরু দিকে কোনও বিখ্যাত নাট্যব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়ার ছিল থাকত। বাবা পেয়েছেন, মনোজ মিত্র পেয়েছিলেন। সেই উৎসবে নিজেদের স্রেফ একটি প্রযোজিত নাটক মঞ্চস্থ করত নান্দীকার। রুদ্র জেঠু নিজেও অভিনয় করতেন তাতে।  আর...আর একটা কথা। নান্দীকার উৎসবে আমার পরিচালিত নাটক ‘ঘাসিরাম কোতোয়াল’, ‘মহাত্মা বনাম গান্ধী’  দেখে রুদ্র জেঠুর প্রশংসা করেছিলেন, আমাকে সম্মান জানিয়ে শাল পরিয়ে দিয়েছিলেন, এ আমার শিল্পীজীবনে পরম পাওয়া। জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছিল।” 

 

 

অভিনেতার আরও সংযোজন, “এই ফাঁকে আরও একটি কথা বলে রাখি, যা আপাতদৃষ্টিতে তুচ্ছ অথচ আমার কাছে কিন্তু ভীষণ ভাললাগার। রুদ্র জেঠু রোল খেতে ভীষণ পছন্দ করেন। পেঁয়াজকুচি, লঙ্কাকুচি দিয়ে এগরোল। এই তো সেদিন দেখা। নিজেও খেলেন আমাকেও খাওয়ালেন। ওঁর সঙ্গে একসঙ্গে বসে এগরোল খাওয়া কিন্তু আমার স্মৃতির জন্য সঞ্চয়। শেষে বলব, এই নান্দীকার উৎসবেই প্রথমবার দেখেছিলাম ‘ঘাসিরাম কোতোয়াল’। পরবর্তী সময়, আমাদের দল চেতনা যখন খুব কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এই নাটকটি-ই নিজের মতো গুছিয়ে প্রযোজনা করেছিলাম। আর তা না করলে সমস্যায় পড়ে যেত আমাদের দল। বলতে চাইছি, যৌবনে নান্দীকার উৎসবে দেখা এই নাটকটি নিশ্চয়ই আমার স্মৃতির কোনও কুঠরিতে ছিল। তাই, একথা বলাই যায় ‘চেতনা’কে কঠিন সময়ে অলক্ষ্যে থেকে সাঁতরাতে সাহায্য করেছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।”


RudraprasadSengupta SujanNeelMukherjee

নানান খবর

নানান খবর

Exclusive: ‘অহল্যা দেখে খুশি হতেন, আলাদিন দেখে রেগে যেতেন!’ সত্যজিৎ রায়-কে নিয়ে একান্ত আড্ডায় সুজয় ঘোষ

‘ওদের শিল্পীদের মাথায় তুলে রাখি, আর ওরা?’ পাকিস্তানের ‘ভালবাসা’ নিয়ে তোপ জাভেদ আখতারের

হৃতিকের সঙ্গে রসায়নই হয়েছিল কাল! 'ধুম ২'-এর পর আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল শুটিং ফ্লোরে?

‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!

‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার 

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে 

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য? 

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

সোশ্যাল মিডিয়া