শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২২ জানুয়ারী ২০২৫ ১৬ : ৫৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: গোটা দক্ষিণ ভারত জুড়ে এখন প্রবল শীতের দাপট চলছে। আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে এই পরিস্থিতি এখন চলবে। এই এলাকায় আগামী কয়েকদিন তাপমাত্রা আরও নিচের দিকে থাকবে। দিল্লিতে বর্তমানে কুয়াশার দাপট দেখা গিয়েছে। তবে আকাশ পরিষ্কার থাকলে চলছে শীতের প্রভাব। বাতাসে ধুলোর পরিমানও রয়েছে বেশ খানিকটা নিচের দিকে। ফলে এটা স্বস্তি দিয়েছে দিল্লিবাসীকে।
দিল্লিতে একেবারে ভোরের দিকে দৃশ্যমানতা একেবারে নিচের দিকে রয়েছে। ফলে যানবাহন চলাচল তখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে শীতের প্রভাব খানিকটা কম থাকবে। কয়েকটি রাজ্যে জারি হয়েছে বৃষ্টির সতর্কতাও।
তবে এসব নিয়ে কোনও ভাবনা ভাবতে চান না জম্মু-কাশ্মীরের বাসিন্দারা। তারা কিন্তু চুটিয়ে শীত উপভোগ করছেন। সেখানে রাতের দিকে তো বটেই দিনের আলোতে চলছে তুষারপাত। বান্দিপারা, বারামুলা, কুপওয়াড়া, বুধগাঁও, গান্ডেরবালে তৈরি হয়েছে তুষারের রাস্তা। বন্ধ রয়েছে এইসব রাস্তা।
হিমাচল প্রদেশে তাপমাত্রা তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছে রয়েছে। সেখানেও শীতের আসরে থাবা বসিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। কুয়াশার সঙ্গে লড়াই করে দিন কাটাচ্ছে ওড়িশা, ছত্তিশগড়, কটকের বাসিন্দারা। এখানে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রার পারদ ফের নিম্নমুখী হবে। তখন থেকে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারেও ঘন কুয়াশার দাপট জারি থাকবে।
উত্তরবঙ্গের সব জেলা ঘন কুয়াশায় মোড়া থাকবে। বিশেষত কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার হলুদ সতর্কতা রয়েছে। আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহান্তে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।
নানান খবর

নানান খবর

'ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বিবরণ', নয়া ওয়াকফ আইনের পক্ষে সওয়াল কেন্দ্রের, হলফনামায় কী জানাল মোদি সরকার?

পহেলগাঁওয়ে কোনও সেনা ছিল না কেন, সর্বদল বৈঠকে প্রশ্ন বিরোধীদের, কী উত্তর দিল কেন্দ্র

ফের ইসলামাবাদকে দিল্লির বার্তা, বন্ধ হল অকট্রয় সীমান্ত ফাঁড়ি দিয়ে যাতায়াত

কেউ কাঁদছেন-কেউ উৎকণ্ঠায়! এও আরেক শাস্তি, সীমান্ত পেরেতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা

ট্রেন যাত্রীদের জন্য সুখবর, কমতে পারে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া

"যেকোনও পদক্ষেপেই পূর্ণ সমর্থন", পহেলগাঁও নিয়ে সর্বদল বৈঠক শেষে মোদি সরকারকে বড় আশ্বাস রাহুল গান্ধীর

২০০৮ মালেগাঁও বিস্ফোরণ: সাধ্বী প্রজ্ঞা ঠাকুর-সহ অন্য দোষীদের মৃত্যুদণ্ড চায় এনআইএ

ক্যাব বাইক বুক করেছিলেন মহিলা, চালকের রিপ্লাইয়ে শিউরে উঠলেন তিনি

'পুলওয়ামা, পহেলগাঁও সব সরকারের ষড়যন্ত্র', বিভ্রান্তিকর মন্তব্য করে গ্রেপ্তার অসমের বিধায়ক

'আদর্শ জীবনসঙ্গী'কে খুঁজে পাচ্ছেন না কিছুতেই, দুই বছরে চার বার বিবাহবিচ্ছেদে শিক্ষকের

৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের, সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল: বিদেশ মন্ত্রক

স্থগিত সিন্ধু জল চুক্তি, বন্ধ আটারি সীমান্ত, পহেলগাঁও হামলার পরের দিনেই কড়া পদক্ষেপ ভারতের: সূত্র

Exclusive: ‘আমরা তো অতিথিদের কখনও ধর্মে মাপিনি’, কাশ্মীরী মেহরাজের কান্নায় কেঁপে উঠল দেশ!

তামিলনাড়ু ও তেলেঙ্গানায় মিড-ডে মিলে বিষক্রিয়া, পড়ুয়ারা হাসপাতালে

ভেলোর দুর্নীতি মামলা: জলসম্পদ মন্ত্রী দুরাই মুরুগনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ