
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার যেন হঠাৎ করে জেগে উঠল আদানি গ্রুপের শেয়ার। একধাক্কায় ৯ শতাংশ বাড়ল আদানি গ্রুপের সমস্ত শেয়ারের দাম। হিন্ডেনবার্গের দুর্গে তালা পড়তেই ঘুরে গেল সমস্ত হিসেবনিকেশ। এদিন আদানি পাওয়ার সবথেকে বেশি এগিয়ে গিয়েছে। তারা এগিয়েছে ৯ শতাংশ। আদানি গ্রিনও পিছিয়ে ছিল না। তারাও এগিয়ে যায় ৯ শতাংশ।
এরফলে আদানি গ্রুপের অন্য শেয়ারের দামও ঝড়ের গতিতে উপরের দিকে উঠতে থাকে। হিন্ডেনবার্গের খবর সকালের দিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তেই বিনিয়োগকারীরা অনেক বেশি উৎসাহ দেখায়। ফলে একদিকে আদানিতে বিনিয়োগ করেন ৭.৭ শতাংশ মানুষ। আদানি টোটাল গ্যাস, আদানি এনার্জি সলিউশন এবং আদানি পোর্ট সকলেই ৬.৬ শতাংশ হারে লাভের মুখ দেখে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই হিন্ডেনবার্গ সংস্থার প্রধান ঘোষণা করে দেন তিনি বন্ধ করে দিচ্ছেন হিন্ডেনবার্গ রিসার্চ। গৌতম আদানি থেকে শুরু করে সেবি এবং সেবি'র প্রধানের বিরুদ্ধে পরপর বিস্ফোরক অভিযোগ তুলেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। যা আলোড়ন ফেলেছিল বিশ্বজুড়ে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তবে কি হুমকির জেরে সংস্থা বন্ধের ঘোষণা করলেন তিনি? লম্বা পোস্টে ন্যাথান অ্যান্ডারসন সাফ জানিয়েছেন, 'কোনও হুমকি, আতঙ্ক, অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু তথ্য ফাঁস করার প্রয়োজন ছিল। তা করেছি। এই সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত।'
উল্লেখ্য, ২০২৩ সালে আদানি গোষ্ঠী এবং পরবর্তীতে ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। গৌতম আদানির গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতি, আর্থিক দুর্নীতি, বেআইনি লেনদেন এবং কর ফাঁকি দেওয়ার মতো একগুচ্ছ অভিযোগ তুলেছিল এই সংস্থা। পাশাপাশি সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধেও জালিয়াতির অভিযোগ এনেছিল। যদিও গৌতম আদানি এবং মাধবী বুচ বারবার এই অভিযোগ অস্বীকার করেছেন।
তবে হিন্ডেনবার্গের প্রধানের এই সিদ্ধান্তের জেরে আদানির বাজার যে একধাক্কায় আকাশের দিকে গিয়েছে সেকথা বলার অপেক্ষা রাখে না। এতদিন ধরে আদানিকে নিয়ে যারা বিরোধীরা প্রশ্নবান করেছিল তারা এবার একেবারে চুপ। দেশের প্রথম সারির এই সংস্থার শেয়ার বাজার উপরের দিকে যাওয়াতে হাসি ফুটেছে স্টক মার্কেটের মুখেও।
পাঞ্জাবের গুরুদাসপুরে গ্রেপ্তার পাক নাগরিক, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টায় ইসলামাবাদ?
যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি! বুধে রাজ্যে রাজ্যে সিকিউরিটি ড্রিলের নির্দেশ কেন্দ্রের, বাজানো হবে সাইরেন
পাক হ্যাকারদের নিশানায় সামরিক বিভাগ! তথ্য চুরির চেষ্টা, অফলাইন করা হল ওয়েবসাইট: রিপোর্ট
আর কয়েকঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনেও মুহুর্মুহু বজ্রপাত! আবহাওয়ার বড় আপডেট জানুন এখনই
মালিকের গোপনাঙ্গে পোষ্য কুকুরের আক্রমণ, প্রবল রক্তক্ষণে প্রাণ গেল যুবকের, হায়দ্রাবাদে হৃদয়বিদারক কাণ্ড
“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প
“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী
'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের
পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা
ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী
গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে
রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে
নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের
'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ
পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান