আজকাল ওয়েবডেস্ক: বুধবারও ভারতের স্টক মার্কেটে পতন চলছেই। বিশ্ববাজারের সঙ্গে তাল রেখে এই পতন এবার বাড়তি মাথাব্যথা হয়েছে সকলের কাছে। কবে ফের চাঙ্গা হবে বাজার তা নিয়ে চিন্তায় পড়েছেন সকলেই। এদিন দিনের শুরুতেই সেনসেক্স ৭০০ পয়েন্ট নিচের দিকে চলে যায়। পাশাপাশি নিফটি ফিফটির পতন হয় ২৩ হাজার ৫০০ পয়েন্ট।

 


বুধবার দিনের শুরুতে সেনসেক্স ছিল ৭৮ হাজার ৩১৯.৪৫। মঙ্গলবার দিন শেষ হয়েছিল ৭৮ হাজার ১৯৯.১১ পয়েন্টে। এরপর বুধবার দিনের শুরুতেই সেনসেস্ক একধাক্কায় নিচের দিকে পড়ে যায়। একেবারে ৭০০ পয়েন্ট নিচের দিকে চলে যায়। এর সঙ্গে তাল রেখে নিফটি ফিফটিও দিন শুরু করেছিল ২৩ হাজার ৭৪৬.৬৫ পয়েন্ট থেকে। মঙ্গলবার দিন শেষ হয়েছিল ২৩ হাজার ৭০৭.৯০ পয়েন্টে। এরপর সরাসরি নিচের দিকে চলে যায় ২০০ পয়েন্ট। ফলে সেখানে মোট পয়েন্ট গিয়ে হয় ২৩ হাজার ৪৯৬.১৫ পয়েন্ট।


তবে কেন ভারতের স্টক মার্কেটের এই পতন। বিশেষজ্ঞরা মনে করছেন গোটা বিশ্বের বাজার বর্তমানে অস্থির অবস্থায় রয়েছে। ফলে এর সরাসরি প্রভাব পড়ছে এশিয়ার স্টক মার্কেটে। মার্কিন ম্যাক্রো ফেড কম থাকার জন্য বিনিয়োগকারীরা সেখানে ভয় পাচ্ছেন। ফলে তারা যতটা কার্যকরী ভূমিকা পালন করার কথা ভাবছিলেন সেটা তারা করছেন না. মার্কিন দেশে নতুন কাজের বাজার তেমনভাবে বাড়ছে না। ফলে সেখান থেকে স্টক মার্কেটে বিরাট প্রভাব পড়েছে।

 


জানুয়ারি মাসের শুরু থেকেই স্টক মার্কেটে মন্দা দেখা দিয়েছে। ফলে বছরের বাকি দিনে কী হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন বিনিয়োগকারীরা। সাধারণত জানুয়ারি মাস থেকে স্টক মার্কেট ভাল দিকে ঘুরে দাঁড়াতে শুরু করে। সেদিক থেকে দেখতে হলে এই পতন যথেষ্ট চিন্তা তৈরি করেছে। ফেব্রায়ারি মাসেই কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। সেদিক থেকে দেখতে হলে স্টক মার্কেটে ফের নতুন করে জোয়ার আসবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা। তবে জানুয়ারি মাসের এই রক্তক্ষরণ আগামীদিনে স্টক মার্কেটকে কোন দিকে নিয়ে যাবে সেটাই দেখার।