শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Riya Patra | ০৬ জানুয়ারী ২০২৫ ১৫ : ৪৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: স্কুলে ভর্তির জন্য নেওয়া হচ্ছে 'অতিরিক্ত' টাকা এবং তা দিতে অস্বীকার করায় স্থানীয় পঞ্চায়েত প্রধান কিছু ছাত্র-ছাত্রীকে 'মারধোর' করেছেন। ঘটনার প্রতিবাদে ছাত্র বিক্ষোভে সোমবার উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারী হাই স্কুল। প্রতিবাদে পড়ুয়ারা দীর্ঘক্ষণ গ্রামের রাস্তা ও ধনিরামপুর-ডোমকল রাজ্য সড়ক অবরোধ করে।
সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধ তুলতে গেলে উত্তেজিত ছাত্র-ছাত্রী পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। শুধু তাই নয়, বিক্ষোভের সময় ছাত্রছাত্রীরা স্কুলের দরজায় তালাও লাগিয়ে দেয়। কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীকে সকালে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। দাবি, স্থানীয় পঞ্চায়েত প্রধান যতক্ষন না তাদের কাছে ক্ষমা চাইবেন, তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে। সোমবার দুপুর নাগাদ বিডিও এবং সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্কুলে পৌঁছে বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
স্কুলের সামনে বিক্ষোভরত পড়ুয়ারা ঘটনাপ্রসঙ্গে জানান, স্কুলে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সময় প্রথমে ভর্তির জন্য ৪০০ টাকা 'ফিজ' ধার্য করা হয়েছিল। কিন্তু কিছু অভিভাবকের অনুরোধে ভর্তির টাকা কমিয়ে ৩০০ টাকা করা হয়। অভিযোগ, স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু হতেই স্থানীয় খয়রামারী পঞ্চায়েতের প্রধান মিঠুন বিশ্বাসের ভাই তথা ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ওহায়েদুজ্জামান বিশ্বাস ওরফে রিন্টু ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের স্কুলে ভর্তির জন্য বর্ধিত 'ফিজ' দিতে চাপ দিতে থাকেন।
ছাত্রছাত্রীরা আরও জানান, পঞ্চায়েত প্রধান এবং তার ভাইয়ের দাবি মেনে অনেক ছাত্র-ছাত্রী বর্ধিত 'ফিজ' দিতে রাজি না হওয়ায় শনিবার পঞ্চায়েত প্রধান নিজে উপস্থিত থেকে এবং কয়েকজন বহিরাগত দুষ্কৃতিদের দিয়ে স্কুলের কিছু ছাত্র-ছাত্রীদের মারধর করেন।
এই ঘটনার প্রতিবাদে সোমবার স্কুল শুরুর আগেই বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি, ছাত্রছাত্রীদের মারধোর করার জন্য পঞ্চায়েত প্রধানকে ক্ষমা চাইতে হবে। দীর্ঘক্ষণ ধরে পঞ্চায়েত প্রধান এলাকায় উপস্থিত না হওয়ায় বিক্ষোভ চালিয়ে যায় ছাত্র-ছাত্রীরা।
যদিও পঞ্চায়েত প্রধান মিঠুন বিশ্বাস তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, 'বেশকিছুদিন ধরে স্কুল চত্বরের আশেপাশে কিছু বহিরাগত মাদক বিক্রি করছে। সেই ঘটনার খবর পেয়ে আমি স্কুলে গিয়ে বহিরাগতদের স্কুল থেকে বার করে দিয়েছিলাম। কোনও ছাত্রছাত্রীকে মারধর করিনি। চক্রান্ত করে আমার বিরুদ্ধে ছাত্রদের লেলিয়ে দেওয়া হচ্ছে। অতিরিক্ত ১০০ টাকা স্কুলের অতিথি শিক্ষকদের বেতন দেওয়ার কাজে ব্যবহার করা হবে।'
নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও