
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবার কিংবদন্তি ফুটবল প্রশাসক প্রদ্যুৎ দত্তের জীবনী গ্রন্থ 'ফুটবলের কাঞ্চনজঙ্ঘা' প্রকাশিত হল। প্রতি বছরের মতো ময়দানের ক্লাবতাঁবুতে মিলন উৎসবের আয়োজন করেছিল জর্জ টেলিগ্রাফ ক্লাব। এবছরের অনুষ্ঠানে ভারতের ফুটবল প্রশাসক প্রদ্যুৎ দত্তের জীবন এবং অবদান উদযাপন করা হয়। একজন ফুটবল ব্যক্তিত্বের যাত্রাপথ, তাঁর কর্মকাণ্ড এই বইয়ে তুলে ধরা হয়েছে। তাঁর দূরদৃষ্টি এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভারতীয় ফুটবলকে নতুন রূপ দেয়। বইয়ের পাশাপাশি প্রয়াত প্রশাসকের জীবন নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশিত হয়। বই প্রকাশের আগে এই বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠান আয়োজনের মূলে ছিলেন প্রদ্যুৎ দত্তের বড় ছেলে এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি বলেন, 'আমার কাছে বাবা রোল মডেল ছিল। ফুটবল প্রশাসনে আমার পথিকৃৎ। উনি অত্যন্ত দক্ষ প্রশাসক ছিলেন। ৩০ বছর পর আজও যার প্রমাণ পাই। তাঁর বহু সিদ্ধান্ত বাংলার ফুটবল এবং ভারতীয় ফুটবলকে সঠিক পথে পরিচালিত করেছে।'
কাকার পদাঙ্ক অনুসরণ করে ফুটবল প্রশাসনে আসেন সুব্রত দত্ত। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে দীর্ঘ বছর উচ্চপদে ছিলেন। দায়িত্ব সহকারে সামলান আইএফএর সচিব পদ। প্রদ্যুৎ দত্তই ময়দানের এই সফল ফুটবল প্রশাসকের মেন্টর ছিলেন। সুব্রত দত্ত বলেন, 'উনি আমার মেন্টর ছিলেন। আমরা বন্ধুর মতো মিশতাম। ওনার দৃঢ়তা আমাকে আকর্ষিত করত। প্রায়ই ওনার কাছে ছুটে যেতাম। ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতাম। আমার শিক্ষাগুরু ছিলেন। প্রয়াত হওয়ার ৩০ বছর পরও এত জনপ্রিয়তা, ওনার বই প্রকাশ উপলক্ষে এত লোকের সমাগম, বলে দিচ্ছে সবাই তাঁকে কতটা সম্মান এবং শ্রদ্ধা করত। আমি ক্রীড়া প্রশাসনে যতটা করতে পেরেছি, তার অনেকটাই ওনার অবদান। এমন দৃষ্টান্ত রেখে গিয়েছেন যেগুলো আমরা আজও অনুসরণ করে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারব।'
জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের মিলন উৎসবে ক্রীড়া এবং রাজনীতি মহল মিলে মিশে একাকার। এক ছাদের তলায় তারকার মেলা। শনিবাসরীয় সন্ধেয় উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী এবং সাংসদ পার্থ ভৌমিক, সাংসদ প্রসূন ব্যানার্জি, তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, বিধায়ক মদন মিত্র। এছাড়াও ছিলেন ক্রিকেট এবং ফুটবলের প্রসাশক, ক্লাব কর্তা, প্রাক্তন খেলোয়াড়রা। ছিলেন কল্যাণ চৌবে, অভিষেক ডালমিয়া, অজিত ব্যানার্জি, সুব্রত দত্ত, অনির্বাণ দত্ত, অনিন্দ্য দত্ত, সৃঞ্জয় বসু, দেবব্রত সরকার, আমিরুদ্দিন ববি, মহম্মদ কামারুদ্দিন, রাজু আহমেদ, নবাব ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, সঞ্জয় সেন, কৃষ্ণেন্দু রায়, রহিম নবি, মেহতাব হোসেন প্রমুখ। এছাড়াও আইএফএ সহ ময়দানের সমস্ত ক্লাবের ছোট বড় কর্তারা উপস্থিত ছিলেন।
ইয়ামালকে থামানোর পরিকল্পনা ইন্টার কোচের, কীভাবে থামানো হবে কিশোর প্রতিভাকে?
টুটু বসুর পদত্যাগ পত্র নিয়ে মোহনবাগানের কর্মসমিতির বৈঠকে কী সিদ্ধান্ত হল?
দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না নীতীশ! কেন? বাদ পড়লেন সামিও
ইংল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, ব়্যাঙ্কিং তালিকায় ঘটল বিশাল পতন, জানুন বিস্তারিত
লিগের দৌড়ে এগিয়ে বার্সা, শেষ দেখতে চান অ্যানচেলোত্তি, লক্ষ্য লা লিগার এল ক্লাসিকো
ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও
'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের
তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?
নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার
ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের
আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ
ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি
ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য
'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর