সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪০Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: বিজ্ঞাপনের দুনিয়া থেকে বলিউডে পা রেখেছিলেন আর বালকি। ফলে, তাঁর পরিচালিত ছবির স্বভাব-চরিত্র থেকে নাম, অন্যদের তুলনায় যে একটু হটকে হবে তাতে আর সন্দেহ কী! আর ঠিক সেই কারণেই হয়তো এই মানুষটি সপাটে বলতে পারেন, “সিনেমার মৃত্যুর আগে আমার মৃত্যু হোক!”
শুক্রবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে শহরে হাজির হয়েছিলেন 'প্যাডম্যান' ছবিখ্যাত এই পরিচালক। নন্দন চত্বরে শিশির মঞ্চের প্রেক্ষাগৃহে উঠলেন একেবারে নিজস্ব স্বতঃস্ফূর্ত, ফুরফুরে মেজাজে। ঠিক তাঁর পোশাকের মতো। ডিজাইনার জ্যাকেট অথবা স্যুট নয়, ভি-নেক কালো রঙের টিশার্ট, ওয়াশড ডেনিম জিনস এবং পায়ে চকোলেট রাঙা বুট। একগাল হেসে 'নমস্কার' বলা সেরেই তাঁর কথা তরতর করে এগিয়ে গেল কখনও ভারতীয় ছবির মান নেমে যাওয়ার প্রসঙ্গে, কখনও বা পরিচালকের ইউনিয়ন তৈরির আলতো দাবিকে ছুঁয়ে। যে গতি পড়ন্ত শীতের কলকাতা দুপুরের একেবারে বিপরীত! ঠিক যেমন প্রয়াত কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের উপরে তাঁর এই বক্তব্যের বিষয় বাঁধা থাকলেও তিনি সেই বিষয়ের উপর খরচ করেছেন স্রেফ দু-একটি বাক্য। তার জন্য খরচ হয়েছে হয়তো কয়েক মুহূর্ত তবে যা বলেছেন তার অভিঘাত থেকে যাবে দীর্ঘ সময় জুড়ে।
বর্তমানে ভারতীয় ছবির মানকে প্রায় তুলোধোনা করলেন আর বালকি। পরিচালক দৃপ্ত স্বরে বলে ওঠেন, “সবকিছুতে এখন দুর্নীতি। ছবির জগতও তার বাইরে নয়। আজকাল সবকিছু টাকা দিয়ে নির্ধারণ করা হয়। অর্থনীতি জুড়ে গিয়েছে সবটার সঙ্গে। যে প্রোডাক্ট প্রচুর টাকা কমিয়ে দেবে সেটাই ভাল ছবি। যার একটু পরিচিতি হয়েছে, প্রযোজকের ব্যাঙ্কে একটু টাকা ফিরিয়ে দেওয়ার গ্যারান্টি দেয় আজকাল তাকেই অভিনেতা হিসাবে ধরে নেওয়া হচ্ছে ,আর কিচ্ছুটি যায় আসে না।”
চোখের চশমাটা একহাতে কপালে উঠিয়ে ‘পা’-এর পরিচালক ফের শুরু করেন বলা–“গত কয়েক বছরে বেশিরভাগ ব্লকব্লাস্টার হওয়া ছবি এককথায় জঘন্য। পাতে দেওয়া যায় না! স্রেফ ছবি ঘিরে উন্মত্তের ন্যায় প্রচার দর্শককে প্রেক্ষাগৃহ পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে। তারপর? তারপর সে ছবি দেখা শেষে ওই ছবির প্রতি ভালবাসা নিয়ে আসন ছাড়ছেন না দর্শক। আরও ছবি দেখব, এমন ইচ্ছে নিয়ে বেরোচ্ছেন না তাঁরা। আর যতক্ষণে দর্শকরা বোঝেন যে যতটা প্রচার করা হয়েছে ছবিটি ততটা ভালো নয় ততক্ষণে বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে নেয়।”
তাহলে বালকির মতে, ভাল ছবি কাকে বলে? “যে ছবি দর্শককে ভিতর থেকে ধাক্কা মারে। ছবি দেখার আগ্রহ বাড়ায়। ফের অন্য ছবি দেখার জন্য অপেক্ষা করাতে পারে, সেই ছবিই ভাল ছবি। আসলে ভাল, সুস্বাদু খাবারের সঙ্গে ভাল ছবির মিল আছে। ভাল খাবার যেমন তারিয়ে তারিয়ে, মৌজ করে খেতে ইচ্ছে করে, ভাল ছবি দেখার ক্ষেত্রেও সেই উপভোগের অনুভূতি কাজ করে দর্শকের। একটা ভাল খাবারের পদ খেয়ে যেমন অন্য খাবারও চাখতে ইচ্ছে করে, ঠিক তেমন একটা ভাল ছবি দেখলে আরও ছবি দেখার আগ্রহ জন্ম নেয়।”
বালকির কথায়, “আমরা জলবায়ু পরিবর্তন, জলবায়ু বিপর্যয় নিয়ে অনেক কথা বলি। কই, কেউ তো সিনেমার জলবায়ুর পরিবর্তন নিয়ে টুঁ শব্দটুকু পর্যন্ত করেন না। আমার জগত তো সিনেমা। সেই সিনেমা এখন ধুঁকছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আজকাল তো অনেক দর্শক জানেনই আসছে শুক্রবার অথবা গত শুক্রবার কোন ছবি মুক্তি পেয়েছে। এই তো অবস্থা! যা অবাক করে, সেটাই সিনেমা। মাথা উঁচু করে দেখতে হয় সিনেমা আর মুঠোফোনে মাথা নীচু করে যা দেখতে হয়, তা আর যাই হোক সিনেমা নয়! চারপাশে মধ্যমেধা থিকথিক করছে। আর এটা শুধু ভারতীয় ছবির কথা নয়, হলিউডেও ছবিটা কিন্তু এক। সত্যজিৎ রায় আজ বেঁচে থাকলে উনি ছবির জগতের এই অবস্থা দেখলে কষ্ট পেতেন।”
এখানেই থেমে থাকেননি বালকি। তাঁর কথায় উঠে এসেছে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার কথাও। পরিচালক জানালেন, আজ থেকে বছর পাঁচ-ছয় পরেই হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সিনেমা তৈরি শুরু হবে। “এখন যেমন আমরা শুনি অমুক শাড়িটি হ্যান্ডমেড আর তমুকটি মেশিন-মেড, ঠিক তেমন কয়েক বছর পর হয়তো আমরা শুনব অমুক সিনেমাটা মানুষ তৈরি করেছে, ওইটা এআই তৈরি করেছে, সেইটা যন্ত্র তৈরি করেছে। এমন দিন হয়তো আসবে। বিল গেটসকে পর্যন্ত এই বিষয়টা যখন ভাবাচ্ছে, সেখানে আমাদের তো ভয় পাওয়াই উচিত।”
ছবি নির্মাতাদেরও ছেড়ে কথা বলেননি ‘চিনি কম’ ছবির পরিচালক-“এখনকার প্রধান সমস্যা হচ্ছে, ভাল ছবি দেখানো হচ্ছে না আর যত বস্তাপচা আবর্জনা দেখানো হচ্ছে দর্শককে! ভাল ছবি তৈরি করতে গেলে ছোট্ট ছোট্ট বিষয়ে উন্নতি করতে হয়, তবেই একদিন উৎকর্ষতার পথে হাঁটা যায়। সিনেমার টিকিটের মূল্য অবিলম্বে কমানো উচিত! আগে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে হাজির হওয়ার ক্ষমতা থাকত আর্থ-সামাজিক স্তরের প্রান্তিক প্রান্তের মানুষটিরও। আর আজ তা নেই। সোজা কথা! তাই আগে ভাল সিনেমা তৈরির আগে সিনেমা যাতে সব ধরনের মানুষ দেখতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। সিনেমা সবার জন্য। এটা ভুলে গেলে চলবে কী করে?”
নানান খবর

নানান খবর

Exclusive: ‘অহল্যা দেখে খুশি হতেন, আলাদিন দেখে রেগে যেতেন!’ সত্যজিৎ রায়-কে নিয়ে একান্ত আড্ডায় সুজয় ঘোষ

‘ওদের শিল্পীদের মাথায় তুলে রাখি, আর ওরা?’ পাকিস্তানের ‘ভালবাসা’ নিয়ে তোপ জাভেদ আখতারের

হৃতিকের সঙ্গে রসায়নই হয়েছিল কাল! 'ধুম ২'-এর পর আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল শুটিং ফ্লোরে?

‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!

‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!