
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চলছে বিয়ের মরশুম। সাধারণত বাঙালি বিয়েতে সোনার গয়নায় সাজেন কনে। উপহার কিংবা নিজের জন্য, বিয়েতে কম-বেশি সোনা কিনে থাকেন সকলেই৷ যদিও মধ্যবিত্ত পরিবারে এখন সোনার গয়না কেনা খুব সহজ বিষয় নয়। কোনও ক্রমে সাধ্যের মধ্যেই গয়না কেনার চেষ্টা করেন সকলে। কিন্তু কষ্টের উপার্জনের টাকায় কেনা সোনা যেন বিফলে না যায়! অর্থাৎ সোনা খাঁটি কিনা তা যাচাই করে নেওয়া জরুরি। সেক্ষেত্রে কয়েকটি উপায় জানলেই বিশুদ্ধ সোনা চিনতে পারবেন।
সোনা খাঁটি কিনা তা চেনার সবচেয়ে সহজ উপায় হল হলমার্কিং। যার সাহায্যে সহজেই সোনার বিশুদ্ধতা পরীক্ষা করা যায়। তাই সবসময় হলমার্ক করা সোনা কিনুন। সোনার গয়না কেনার সময়ে খেয়াল রাখুন তার উপর বিআইএস-এর মার্ক আছে কিনা। কারণ খাঁটি সোনার গয়নায় সব সময়ই বিআইএস-এর মার্ক থাকবে। বিআইএস-এর প্রতীকী চিহ্ন থাকলেই বুঝবেন আপনি খাঁটি সোনা কিনছেন।
চুম্বক ব্যবহার করে খুব সহজ উপায়েই খাঁটি সোনা চিনতে পারেন। আসল সোনা কখনওই চুম্বককে আকর্ষণ করবে না। কিন্তু সোনা যদি কোনওভাবে চুম্বককে আকর্ষণ করে, তার মানে সেই সোনা হয়তো সম্পূর্ণ খাঁটি নয়। সেখানে অন্যান্য ধাতুর পরিমাণ বেশি।
খাঁটি সোনার গয়না সব সময়ই জলে ডুবে যায়। সোনায় খাদ বেশি থাকলে তা জলে সম্পূর্ণ নাও ডুবতে পারে। জলে ভিজলে সোনার রং কখনও ফেক্যাসে হয়ে যাবে না। তাই গয়নার রং পরিবর্তন হচ্ছে কিনা তাও খেয়াল রাখা জরুরি।
রান্নাঘরের কিছু সহজলভ্য উপকরণ দিয়েই সোনার বিশুদ্ধতা পরীক্ষা করা যায়। ভিনিগার দিয়ে পরীক্ষা করে পরখ করতে পারেন আপনার সোনা খাঁটি নাকি নকল। সোনার গয়নার উপর ড্রপার দিয়ে ফোঁটা ফোঁটা করে হোয়াইট ভিনিগার ঢালুন। যদি সোনার রং পরিবর্তন হতে শুরু করে তাহলে বুঝবেন সেই সোনা নকল। আর যদি চকচক করে তাহলে আসল সোনা আপনার কাছে।
সোনার পরিমাণ দেখেও তা খাঁটি কিনা বোঝা যায়। যেমন ধরুন, আপনি যদি ১৪ ক্যারেটের সোনা কেনেন, তার মানে সেই সোনায় মাত্র ১৪ অংশ সোনা। বাকি অংশ অন্য ধাতু দিয়ে তৈরি। আগেকার দিনে অনেক সোনার গয়নায় খাদ বেশি থাকত। আর সেই কারণেই পুরনো গয়না দোকানে দিলে তা যাচাই করে দেখা যায়। খাদ বেশি থাকলে বা তা ২২ ক্যারেটের না হলে বর্তমান সোনার দাম অনুসারে সেই গয়নার সম্পূর্ণ দাম দেওয়া হয় না।
বিশ্বজুড়ে কেন বাড়ছে কোরিয়ান প্রসাধনীর জনপ্রিয়তা? জানেন কোরিয়ানদের কাচের মতো স্বচ্ছ ত্বকের রহস্য কী?
আর এপাশ-ওপাশ নয়, এবার রাতে শুলেই জাপটে ধরবে ঘুম! শুধু দুটি নিয়মেই কুপোকাত হবে অনিদ্রার সমস্যা
মুখই বলে দিতে পারে শরীর কেমন আছে! কোন রোগের কী লক্ষণ দেখলে সতর্ক হবেন?
বাড়িতে বানানো স্যান্ডউইচ দোকানের মতো হয় না? শুধু ৫ টিপস মানলেই পাবেন 'পারফেক্ট' স্যান্ডউইচের স্বাদ
৮৯ তে সুইমিং পুলে ব্যায়াম করেন ধর্মেন্দ্র! জানেন জলক্রিয়া বয়স্কদের জন্য কতটা উপকারী?
ছোটবেলা থেকেই সন্তানকে কীভাবে আর্থিকভাবে সুরক্ষিত থাকতে শেখাবেন? রইল সহজ উপায়ের হদিশ
মুখে ফুটে ওঠে কিডনি বিকল হওয়ার ৫ লক্ষণ! কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে?
বিদেশিরা ‘আইস অ্যাপল’ বলতে পাগল, অথচ বাঙালিরাই কদর করে না বাংলার এই ফলের! জানেন কতো গুণ?
কয়েকদিনেই ঘন-কালো-লম্বা চুল! সোনাক্ষীর পরামর্শে সহজে বানিয়ে ফেলুন ‘হেয়ার গ্রোথ’ স্প্রে, কীভাবে ব্যবহার করলে পাবেন সুফল?
দিনরাত কম্পিউটার-মোবাইলে চোখ? এই ৫ নিয়ম না মানলে অল্প বয়সেই বিপদ বাড়বে চোখের
বাড়িতে ঝগড়া, অশান্তি? এই একটি জিনিস জুতোর কাছে রাখলেই যাবতীয় ‘নেগেটিভ এনার্জি’ দূর হবে, ফিরবে শান্তি
রোজ রোজ পুষ্টিকর স্যান্ডউইচ খেতে চাইবে সন্তান, শুধু পাউরুটিতে মাখিয়ে দিন পুদিনা-পনিরের ডিপ
বয়স বাড়ছে, দাড়ি বাড়ছে না? পাঁচটি ঘরোয়া টোটকার পঞ্চবাণ প্রয়োগ করুন, ঘন কালো কেশে ঢাকবে গাল
আলু-গাজর দিয়েই তৈরি হবে জেল্লা বাড়ানোর ক্রিম! শিখে নিন প্রস্তুতপ্রণালী, আর বাজার থেকে কিনতে হবে না
নারকেল তেলে মিশিয়ে নিন ঘরোয়া তিনটি উপাদান, তাতেই তৈরি হয়ে যাবে ‘বয়স কমানো’র ফেস প্যাক