শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | পুনর্বাসন ছাড়া রেলের 'আন্ডারপাস' নয়, বিক্ষোভে ফরাক্কার গ্রামবাসীরা

Sumit | ০১ নভেম্বর ২০২৪ ১৬ : ২০Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : রেলের 'আন্ডারপাস' তৈরি হলে বন্ধ হয়ে যেতে পারে শতাব্দী প্রাচীন বাজার । গৃহহীন হতে পারেন কয়েকশো বাসিন্দা। এরই প্রতিবাদে শুক্রবার ফরাক্কার মহাদেব নগরে বিক্ষোভ দেখালেন কয়েকশো বাসিন্দা, হাজির ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


সূত্রের খবর, স্থানীয় বাসিন্দাদেরকে পুনর্বাসন না দিয়ে সম্প্রতি রেলের তরফ থেকে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিভিন্ন জায়গায় 'আন্ডারপাস' নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।  এরফলে গৃহহীন হতে পারেন কয়েকশো মানুষ। শুক্রবার তারই প্রতিবাদে দক্ষিণ মহাদেব নগর এলাকায় বিক্ষোভ দেখালেন এক বিরাট জনতা।

 

রেল সূত্রে খবর , ফরাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় যানজট কমানোর লক্ষ্য নিয়ে দক্ষিণ মহাদেবনগর, টিনটিনা এবং অর্জুনপুরে বর্তমান রেলগেটগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে সেখানে রেল দপ্তরের তরফ থেকে নতুন 'আন্ডারপাস' তৈরি করে দেওয়া হবে।

 
মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য মহসিনা খাতুনের অভিযোগ," রেল দপ্তরের তরফে ফরাক্কা-আজিমগঞ্জ শাখায় এখনও পর্যন্ত  ৫২ টি  'আন্ডারপাস' তৈরি করা হয়েছে। অবৈজ্ঞানিকভাবে এই 'আন্ডারপাস' তৈরি করার পর বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে এবং জল জমে থাকার কারণে বর্ষাকালে চার মাস এগুলি ব্যবহার করা যায় না।" তিনি আরও বলেন,"এর মধ্যে আবার রেল দপ্তর ফরাক্কা ব্লকের দক্ষিণ মহাদেবনগর , টিনটিনা এবং অর্জুনপুরে রেলগেট ভেঙে 'আন্ডারপাস' তৈরি করার উদ্যোগ নিয়েছে। মহাদেবনগরে বর্তমানে যেখানে 'আন্ডারপাস' তৈরি পরিকল্পনা চলছে তার থেকে মাত্র ২০০ মিটার দূরে আরও একটি 'আন্ডারপাস' রয়েছে। নতুন 'আন্ডারপাস' তৈরি হলে বড় গাড়ি আর মহাদেবনগরে ঢুকতে পারবে না। এছাড়া শতাব্দী প্রাচীন অর্জুনপুর বাজার পুরোপুরি নষ্ট হয়ে যাবে।"

 
স্থানীয় তৃণমূল নেতা সহিদুল ইসলামের অভিযোগ," সামশেরগঞ্জে এবং ফরাক্কা এলাকায় গঙ্গা নদীর ভাঙনে যে সমস্ত পরিবার উদ্বাস্তু হয়েছে তাদের বেশিরভাগ এখন এই রেলগেটগুলির কাছে সরকারি জমিতে  অস্থায়ীভাবে বসবাস করছেন।  রেল এদেরকে পুনর্বাসন না দিয়ে জোর করে উচ্ছেদ করার পরিকল্পনা করছে।"  তিনি আরও বলেন," স্থানীয় বাসিন্দাদের 'আন্ডারপাসের' কোনও  প্রয়োজন নেই। এলাকাতে নতুন 'আন্ডারপাস' যাতে না হয় সেই দাবি জানিয়ে ইতিমধ্যেই মালদা ডিআরএমকে এলাকাবাসী একটি ডেপুটেশন দিয়েছে। কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে গরীব মানুষদেরকে উচ্ছেদ করে 'আন্ডারপাস' নির্মাণের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।"


ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন,"আন্ডারপাস তৈরিতে আমাদের কোনও আপত্তি নেই কিন্তু গরিব মানুষদের পুনর্বাসন দিয়ে এই কাজ করতে হবে। এছাড়া 'আন্ডারপাস' পুরোপুরি চালুর আগে বর্তমানে চালু রেল গেটগুলি বন্ধ করা যাবে না। রেল আমাদের দাবি না মানলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।"


rail underpass without rehabilitation Farakka villagers

নানান খবর

নানান খবর

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত 

একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা, আসছেন ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে 

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য 

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া