আজকাল ওয়েবডেস্ক: দূরপাল্লার ট্রেনগুলিতে টিকিটের সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রেল। এবার থেকে টিকিট সংরক্ষণ বা রিজার্ভেশন (reservation) শুরু হবে ৬০ দিন বা দুই মাস আগে। আগামী ১ নভেম্বর থেকে এই নিয়ম কার্যকরী হবে।
এবিষয়ে শিয়ালদা ডিভিশনের সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'এতদিন পর্যন্ত সংরক্ষিত টিকিট দেওয়া শুরু হত যাত্রার ১২০ দিন বা চার মাস আগে। কিন্তু রেল সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে সংরক্ষণ শুরু হবে যাত্রার দু'মাস বা ৬০ দিন আগে।' কেন এই সিদ্ধান্ত সেবিষয়ে জানাতে গিয়ে একলব্য জানিয়েছেন, 'বর্তমান এই ব্যস্ত সময়ে মানুষের জীবনযাত্রা অনেকটাই জটিল হয়ে দাঁড়িয়েছে। খেয়াল রাখতে হবে যে যাত্রী চার মাস আগে বেড়াতে যেতে তাঁর বা পরিবারের জন্য টিকিট সংরক্ষণ করছেন তাঁকে অন্ততপক্ষে আরও দু'এক মাস আগে থেকেই এই পরিকল্পনা করতে হয়েছে। যেটা অনেকসময় সম্ভব নাও হতে পারে। আবার যে লোকটা দু'মাস বা তিন মাস আগে থেকে বেড়ানোর পরিকল্পনা করে টিকিট কিনতে যাচ্ছেন তিনি হয়ত গিয়ে দেখছেন সংরক্ষিত টিকিট হয় নেই অথবা তাঁর টিকিট 'ওয়েটিং' লিস্ট-এ আছে। অনেক যাত্রীই এবিষয়ে রেলের কাছে অভিযোগ জানিয়েছেন। রেল বোর্ড সব খতিয়ে দেখে অভিযোগের সারবত্ত্বা পায় এবং সিদ্ধান্ত নেয় টিকিট সংরক্ষণ শুরু হবে যাত্রার দিনের দু'মাস আগে।'
তবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের টিকিট ইতিমধ্যেই সংরক্ষিত হয়ে আছে তাঁদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হবে না বলেই তিনি জানিয়েছেন। ভারতের মূল পরিবহন ব্যবস্থাটাই দাঁড়িয়ে আছে রেলের ওপর। যে জন্য ভারতীয় রেলকে দেশের অন্যতম 'লাইফ লাইন" বলা হয়। রেল সূত্রে জানা গিয়েছে অতীতে টিকিট সংরক্ষণ শুরু হত যাত্রার ৬০ দিন আগে। যেটা বাড়িয়ে ৯০ দিন এবং পরে ১২০ দিন করা হয়। পরিবর্তিত সময়ে সেই ৬০ দিনেই আবার ফিরে এল রেল।
