
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ঘুরতে ভালবাসতেন খুব। বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন ঘুরতে। ছবি তুলছিলেন ঘুরে ঘুরে। হঠাৎই অসাবধানবশত পা পিছলে খাদে পড়ে যান ভদ্রলোক। মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, ভদ্রলোকের বাড়ি হুগলিতে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কাশ্মীরের পহেলগাঁও -এ। ভদ্রলোকের নাম দেবব্রত ঘোষ, বয়স ৬১ বছর। পেশায় বীজ ব্যবসায়ী ছিলেন তিনি। বিভিন্ন শস্য বীজ বিক্রির দোকান রয়েছে শিবাইচন্ডী স্টেশনের কাছে। এই বীজ কোম্পানির সঙ্গে কাশ্মীর ঘুরতে যান গত রবিবার।
তাঁর এক সঙ্গী জানিয়েছেন, বৃহস্পতিবার পহেলগাঁও এ পৌঁছে একের পর এক মনোরম দৃশ্য মোবাইল বন্দি করছিলেন দেবব্রতবাবু। হঠাৎই একটি ঝর্ণার ছবি তুলতে গিয়ে পা পিছলে খাদে পড়ে যান তিনি। পাথরের উপর পড়ে মাথায় চোট লাগে। সঙ্গীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শুক্রবার মাকালপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান অঞ্জন সিংহ রায় জানিয়েছেন, দেবব্রত ঘোষ থাকতেন দাদপুর থানার মাকালপুর গ্রাম পঞ্চায়েতের বারোয়ারী তলায়। তাঁর পরিবারে বৃদ্ধ বাবা-মা স্ত্রী ও দুই মেয়ে বর্তমান। এক মেয়ে বিবাহিত। অসুস্থ স্ত্রী কয়েকদিন আগেই নার্সিংহোম থেকে ছাড়া পেয়েছেন। পোলবা-দাদপুর ব্লক প্রশাসনের তরফে এদিন সন্ধায় একটি মেল করা হয় মাকালপুর গ্রাম পঞ্চায়েতকে মৃতের পরিবারের পাশে থাকার জন্য। জানা গিয়েছে, গভীর রাতে দমদম এয়ারপোর্টে কফিনবন্দী মৃতদেহ নিয়ে আসা হবে। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ সহ কয়েকজন রাতেই রওনা দিয়েছেন দমদমের উদ্দেশ্যে।
পঞ্চায়েত প্রধান অঞ্জন সিংহ রায় বলেছেন, মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তার জন্য প্রশাসনিকভাবে যা প্রয়োজন করা হচ্ছে। এলাকায় খুবই পরিচিত ব্যবসায়ী দেবব্রত ঘোষ। মাঝেমধ্যে বেড়াতে যেতেন। ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রের সঙ্গেও তাঁর ভাল যোগাযোগ ছিল। বেড়াতে গিয়ে তাঁর দুর্ঘটনায় মৃত্যুতে শোকাহত গ্রামবাসীরা।
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
'স্ট্রং ম্যান' হুমায়ুন, বহরমপুরে রুদ্ধদ্বার বৈঠকে মুর্শিদাবাদে ১০ জনের বিশেষ কমিটি গঠনের নির্দেশ মমতার
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে