সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | Kumortuli: আরজি করের ঘটনার প্রভাব? পুজোর আগে খাঁ খাঁ করছে কুমোরটুলি, চিন্তায় মৃৎশিল্পীরা

Kaushik Roy | ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২০ : ১৯Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: পুজোর আর একমাসও বাকি নেই। অন্য বছর এই সময়টায় পা ফেলার জায়গা থাকে না কুমোরটুলিতে। ঠাকুর তৈরির কাজ তো থাকেই, পাশাপশি ভিড় জমান সাধারণ মানুষ। কেউ আসেন ছবি তুলতে, কেউ আসেন জেলা থেকে কুমোরটুলি ঘুরে দেখতে, এমনকি ভারতের বাইরে থেকেও পর্যটকদের দেখা মেলে।

 

 

অন্যান্য বার বরং মৃৎশিল্পীরা ভিড়ের জন্য বিরক্তি প্রকাশ করে থাকেন। উত্তর কলকাতার এই জায়গায় পুজোর দেড় মাস আগে থেকেই ভিড় জমে যায়। কিন্তু এবার যেন অন্য ছবি। ভিড় তো দূরের কথা, অন্যান্য বার যা ভিড় হয় এবারে তার সিকিভাগও নেই। তাহলে কী আরজি করের ঘটনার প্রভাব পড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে? এটাই এখন মূল প্রশ্ন।

 

 

দুর্গাপুজোর আগে কুমোরটুলি ঘুরে দেখা গেল শিল্পীরা কাজ করছেন ঠিকই, কিন্তু সেই কাজ দেখতে ঘরের বাইরে এখন ভিড় নেই। ফটোগ্রাফার, ব্লগার এমনকি স্টোরি খুঁজতে সাংবাদিকদেরও চোখে পড়ছে না। ফলে, মৃৎশিল্পীদের প্রোমোশন এবার ঠিকমত হচ্ছে না। এই সময় দুর্গার পাশাপাশি গণেশ ও বিশ্বকর্মার মূর্তি তৈরি করতে গিয়ে দম ফেলার সময় পাননা শিল্পীরা। এবছর কুমোরটুলির প্রতিমা শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বৃষ্টি।

 

 

 

খামখেয়ালি বৃষ্টিতে সময়মতো প্রতিমা শুকনো যাচ্ছে না বলেই জানাচ্ছেন শিল্পীরা। ফলে তাঁদের মূর্তি তৈরিতে দেরী হচ্ছে। সময়মোত প্রতিমা মণ্ডপে মণ্ডপে পৌঁছে দেওয়া নিয়েও যথেষ্ট উদ্বেগে রয়েছেন মৃৎশিল্পীরা। যদিও এই অবস্থায় শিল্পীদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার। তাঁদের বিনামূল্যে প্ল্যাস্টিক দিয়ে গিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। কুমোরটুলির এই ছবির পিছনে যে আরজি করের ঘটনাই রয়েছে তাও জানাচ্ছেন মৃৎশিল্পীরা।

 

 

মায়ের মূর্তি তৈরি করতে গিয়ে মন ভারাক্রান্ত তাঁদেরও। কুমোরটুলির এক শিল্পীর কথায়, 'মূর্তি তৈরি করা হয়ে গিয়েছে আমার। কিন্তু গত কয়েকদিনে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে ঘটনা ঘটেছে সেটা সত্যিই কষ্টের। দেবীর মূর্তি তৈরি করি ঠিকই, কিন্তু যাঁর মৃত্যু হয়েছে সেও তো আমাদেরই দুর্গা। বেঁচে থাকলে এবার পুজোয় ঘুরতে বেরোত আমাদের অভয়া। হয়তো সব আন্দোলনে আমরা যোগ দিতে পারছি না ঠিকই, কিন্তু আমরাও ওর বিচার চাই।'

 

 

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় বিরাট ভাবে প্রভাব ফেলেছে সমাজের সমস্ত শ্রেনীর ওপর। দলে দলে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। পুজোর আগে এবার শহরের ছবি অন্য রকম, যা চিন্তায় ফেলছে কুমোরটুলির মৃৎশিল্পীদের।


Kolkata NewsLocal NewsWest Bengal

নানান খবর

নানান খবর

চরবৃত্তির ইতিহাসে নতুন অধ্যায়! লাস্য-যোগে অপরাধ, অর্থলোভ না কি মনস্তত্ত্ব?

‘এখানেই শেষ নয়, আবারও পাহাড় জয় করতে বেরোব’, কলকাতায় ফিরে জানালেন কনস্টেবল লক্ষ্মীকান্ত

লরির চাকায় পিষল শিশুর মাথা, মর্মান্তিক দুর্ঘটনা মহেশতলায়

ফের নৃশংস র‍্যাগিং-এর অভিযোগ যাদবপুরে! এবার অভিযোগ দুই 'প্রাক্তন' এসএফআই কর্মীর বিরুদ্ধে

পোশাক আর দাড়ি দেখেই ইন্টার্নকে ‘জঙ্গি’ বলে দাগিয়ে দিলেন অধ্যাপক? মেডিক্যাল কলেজে তৈরি অনুসন্ধান কমিটি

শিয়ালদহ বা হাওড়ার ছবি তুললেই বিশাল বিপদ? নতুন নিয়ম জেনে সাবধান হোন

বৈঠকে কাটল জট, তিন দিনের ধর্মঘট থেকে পিছিয়ে এল বাস মালিক সংগঠন 

ভারত–পাক সংঘাতের আবহে কলকাতার আকাশে রহস্যময় একাধিক ড্রোন, এল কোথা থেকে?‌ 

রবীন্দ্র সরোবরে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির

কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে সিংহী পার্কের বিশেষ আয়োজন ‘কবি প্রণাম’

দেশের হয়ে কথা বলবেন বিদেশে, প্রতিনিধি দলে থাকছেন অভিষেক ব্যানার্জি

সোশ্যাল মিডিয়া