শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি
সম্পূর্ণ খবর

Tollywood: খরাজদা বিদেশে জন্মালে ধরে রাখা যেত না: ধ্রুব।। যা পেয়েছি তাই বা কম কী: খরাজ
নিজস্ব সংবাদদাতা | ১৫ নভেম্বর ২০২৩ ০০ : ২২
ধ্রুব বন্দ্যোপাধ্যায় একশো শতাংশ আত্মবিশ্বাসী ‘বগলামামা যুগ যুগ জিও’ নিয়ে। এদিকে, বাস্তবের ‘বগলামামা’ নাকি টেনশনে কাঁপছেন! সোমবার প্রকাশ্যে ছবির ট্রেলার। সেখানেই জানালেন ছবির মুখ্য অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। মাথার চুল উলটে আঁচড়ানো। ঢোলা প্যান্টলুনের সঙ্গে হাওয়াই শার্ট। সঙ্গে ক্যাম্বিসের জুতো আর কালো ছাতা। এই সাজে জ্ঞানমঞ্চে পা রাখতেই নড়ে বসেছেন উপস্থিত সাংবাদিকেরা। নারায়ণ দেবনাথের আঁকা ‘বগলামামা’ যে জীবন্ত! ততক্ষণে তাঁকে ঘিরে ধরেছেন তাঁর সাঙ্গোপাঙ্গোরা। তালিকায় ঋদ্ধি সেন, উজ্জ্বল চট্টোপাধ্যায়, সুদীপ ধাড়া, জিৎ সুন্দর, মিঠুন গুপ্ত। আর কৌশিক সেন, রেশমি সেন, চিত্রগ্রাহক সৌমিক হালদার, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত।
‘পাতালঘর’-এর পরে ফের তাঁর একার কাঁধে ছবি বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব। এদিকে পরিচালকের লম্বা শংসাপত্র, ‘‘খরাজদা যদি বিদেশে জন্মাতেন তা হলে আর ধরে রাখা যেত না!’’ এই কথা সত্যজিৎ রায় যেন কোন অভিনেতার সম্বন্ধে বলেছিলেন? খরাজের প্রিয় অভিনেতা তুলসী লাহিড়ি সম্পর্কে। যাঁকে ‘বগলামামা’ গুরু মানেন। যোগ্য সম্মান আজও পাননি, এই নিয়ে আফসোসে ভোগেন? প্রশ্ন রাখতেই অভিনেতার জবাব, ‘‘আমায় রবি ঘোষ বলতেন, কখনও আফসোস করবে না। যা পাচ্ছ তাতেই খুশি থেকো। নয়তো মনখারাপ হবে। পিছিয়ে পড়বে। আমি অক্ষরে অক্ষরে মানি। যা পেয়েছি তাই বা কম কী? এতখানি পাওয়ারও তো কথা ছিল না।’’
পরিচালক তাঁর অভিনয়ের উপরে আস্থাশীল। তারপরেও খরাজ এক্কেবারে ‘ডিরেক্টর্স চয়েস’। এক মাসের মহড়া দিয়েছেন। পরিচালকের নির্দেশ মেনে অভিনয় করেছেন। বাকিটা ছেড়ে দিয়েছেন দর্শকদের উপরে। আশা, দর্শক তাঁকে নিরাশ করবে না। চলনেবলনে, শারীরিক গঠনে কোনও বদল? খরাজের মতে, ‘‘আমি যা তাই থেকেছি। কেবল উপরে ‘বগলামামা’কে চাপিয়ে নিয়েছি। তাঁর মতো সাজ, হাবভাব। ধ্রুব খুব খুঁতখুঁতে। আমার সঙ্গে ‘বগলামামা’কে নিখুঁত ভাবে মিলিয়েছে। তারপরে খুশি।’’ ছয়ের দশকের গপ্পো মানেই পাড়া কালচার, পড়শির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক। অভিনেতা নিজেও এই সংস্কৃতিতে বিশ্বাসী। পাশাপাশি, আগে টলিউডে পরিবারতন্ত্রের রমরমা ছিল।
দর্শক যদি অতীতের স্বাদ ফিরে পায় অভিনেতা কি সবার সঙ্গে শুট করতে করতে সেই স্বাদ ফিরে পেলেন?
খরাজের মতে, একশো শতাংশ পেয়েছেন। সবাই আলোচনা করে শুট করতেন। পরিচালকের সঙ্গে ঝগড়াও হয়েছে। পরমুহূর্তে সব ভুলে গিয়ে সবাই কাজে মেতেছেন। ‘বাচ্চা গ্যাং’ তো জমিয়ে দিয়েছিল। দরকারে কথা শুনেছে। দরকারে দুষ্টুমিও করেছে। সব মিলিয়ে বেশি কিছুদিন এক ছাদের নীচে সবাই। খরাজ, রজতাভ দত্ত, কৌশিক-রেশমি-ঋদ্ধি, সুদীপ ধাড়া-সহ অনেকেই মঞ্চাভিনেতা। ছবিতে মঞ্চ সিংহভাগজুড়ে। অভিনয় করতে গিয়ে বাড়তি পাওনা কি এটাই? চাপা দুশ্চিন্তা মাখানো মুখ নিমেষে আলো! বললেন, ‘‘কী যে ভাল লাগত, কী বলব। মঞ্চ, প্রপস, ঢোকা-বেরোনো, পর্দার ওঠাপড়া— সব মিলিয়ে যেন স্বর্গীয় অনুভূতি।’’ আর খরাজ-অপরাজিতা জুটির পাশাপাশি কৌশিক-অপরাজিতা জুটি? বুকের বাঁদিকটা চিনচিন করে উঠত? স্মিত হেসে জানালেন, এরকম শট অনেক আছে। কেমন লেগেছে সেটা দর্শকেরা বলবেন।
বিশেষ খবর
নানান খবর

নানান খবর
বিনোদন
Tollywood: বিয়ের থিম গোলাপি, লাজহোম, মালাবদল, নন্দিনীর পৌরোহিত্য, চারহাত এক সন্দীপ্তা-সৌম্যর
বিনোদন
Breaking: মেলাচ্ছেন তিনি...! সৃজিতের আগামী ছবিতে দেব-রুক্মিণী, পরমব্রত-স্বস্তিকা, অনপুম?
বিনোদন
KIFF 23: আমিও নতুন ছিলাম, প্রত্যাখ্যাত হয়েছি, তাই অভিজিতের মতো পরিচালকদের হ্যাঁ বলি: স্বস্তিকা
বিনোদন
KIFF 23: বৃষ্টিভেজা রাত, শহরের বুক চিরে ছুটন্ত ট্যাক্সি! আর কী কী আছে ‘এ রাইড ইন দ্য রেন’-এ?
বিনোদন
KIFF 23: সত্যজিতের ছবি উদ্বুদ্ধ করেছে ব্রুস বেরেসফোর্ডকে, সৃজিতকে জানালেন অস্ট্রেলীয় পরিচালক
বিনোদন
Vani Kapoor: বছর শেষে যশরাজ ব্যানারে কোন ছবি নিয়ে ফিরছেন বাণী কাপুর?
বিনোদন
Tollywood: মডেলরা অভিনয় করতে পারে না, এই মিথ ভাঙতে পেরেছি: রোজা পারমিতা দে
বিনোদন
Review: সমাজের অ-সুখ সারাবে অন্তরমহল?
বিনোদন
Tollywood: পদ্মনাভকে নিয়ে মুম্বইয়ে রাজ, ‘পরিণীতা’র হিন্দি সংস্করণ আসছে?
বিনোদন
Tollywood: প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবিতে ‘অযোগ্য’ থেকে ক্রমশ যোগ্য হওয়ার গল্প শোনাবেন কৌশিক?
বিনোদন
Bollywood: হিমাংশু কোহলির ‘ইয়ারিয়া’ কলকাতার সঙ্গে? চলচ্চিত্র উৎসবে তাঁর কোন ছবি?
বিনোদন
KIFF23: বুম্বাদা থেকে ‘ভাইজান’, ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবে বলিউড-টলিউড একাকার
বিনোদন
KIFF 23: ২০১৬-য় আমার ‘বেঁচে থাকার গান’ উদ্বোধনী ছবি ছিল, উৎসবে এসে স্মৃতিমেদুর টোটা
বিনোদন
KIFF 23: বলিউডে বাঙালিরা দাপিয়ে রাজত্ব করেছেন! আমিও টলিউডে অভিনয় করতে চাই: সলমন
বিনোদন
Tollywood: প্রসেনজিতের পর বিক্রম মোতওয়ানের পছন্দ টোটা, সিরিজ না ছবিতে জুটি বাঁধলেন তাঁরা?
বিনোদন
Bollywood: যকৃতের সমস্যায় প্রয়াত ‘সিআইডি’র দীনেশ ফড়নিশ! দ্য একাডেমি মিউজিয়াম গালায় দীপিকা