তীর্থঙ্কর দাস: শহরজুড়ে চলছে শক্তির আরাধনা। রবিবার রাতে দক্ষিণ কলকাতার কুদঘাটের উকিলপাড়া রোডে একটি বহুতলে আগুন লাগার ঘটনাটি ঘটে। দমকল সূত্রে যেমনটা জানানো হচ্ছে, ৯:৩০ থেকে ৯:৪৫ নাগাদ দমকল খবর পায়। খবর পাওয়ার সঙ্গেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় এসে হাজির হয়। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দমকলের পক্ষে। যদিও বা পকেট ফায়ার রয়েছে এখনও।
এই বহুতলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ করা হয়।সিএসসির আধিকারিকরা এসে পৌঁছন এই বহুতলে। হতাহতের কোনও খবর নেই। প্রত্যেককে সুরক্ষিতভাবে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে হরিদেবপুর থানার উচ্চপদস্থ আধিকারিক, সিইএসসি আধিকারিক এবং দমকল অধিকারিকরা উপস্থিত রয়েছেন।
আলোলিকা মন্ডল এবং তাঁর বাবা রমেশ চন্দ্র মন্ডল এই বাড়িতে এক পোষ্যর সঙ্গে থাকেন। আলোলিকা মন্ডল তাঁর মামা বাড়ি গিয়েছিলেন এবং আগুন লাগার খবর তাকে প্রতিবেশীরা ফোন করে জানান। খবর পেয়েই তড়িঘড়ি তিনি তাঁর বাড়ির নিচে ছুটে আসেন। তাঁর মতে বাজি থেকেই এই আগুন লেগে থাকতে পারে বলে।
এই বহুতলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ করা হয়।সিএসসির আধিকারিকরা এসে পৌঁছন এই বহুতলে। হতাহতের কোনও খবর নেই। প্রত্যেককে সুরক্ষিতভাবে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে হরিদেবপুর থানার উচ্চপদস্থ আধিকারিক, সিইএসসি আধিকারিক এবং দমকল অধিকারিকরা উপস্থিত রয়েছেন।
আলোলিকা মন্ডল এবং তাঁর বাবা রমেশ চন্দ্র মন্ডল এই বাড়িতে এক পোষ্যর সঙ্গে থাকেন। আলোলিকা মন্ডল তাঁর মামা বাড়ি গিয়েছিলেন এবং আগুন লাগার খবর তাকে প্রতিবেশীরা ফোন করে জানান। খবর পেয়েই তড়িঘড়ি তিনি তাঁর বাড়ির নিচে ছুটে আসেন। তাঁর মতে বাজি থেকেই এই আগুন লেগে থাকতে পারে বলে।
