
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবার লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে কলকাতা পুলিশ ও বিধাননগর কমিশনারেট ট্রাফিক ও নিরাপত্তা বিষয়ে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার সন্ধে ছ’টার পর থেকেই প্রচার শেষ হয়ে গেছে। শনিবার ভোট। কলকাতা পুলিশ জানিয়েছে, শুক্রবার, শনিবার এবং আগামী মঙ্গলবার (৪ জুন) গণনার দিন কলকাতার ১৪টি বড় এবং ছোট রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হতে পারে। অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোড, লর্ড সিনহা রোড, রিচি রোড, বালিগঞ্জ সার্কুলার রোড, বেলতলা রোড, পালিত স্ট্রিট, পদ্মপুকুর রোড, চক্রবেড়িয়া রোড, ডোভার রোড, দেওদার স্ট্রিট— এই রাস্তাগুলি বন্ধ রাখা হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড়ও রয়েছে।
অন্যদিকে, শুক্রবার এবং শনিবার নির্বাচনের সঙ্গে যুক্ত এমন গাড়ি ছাড়া কোনও গাড়ি পার্কিং করা যাবে না কলকাতার ৩০টি রাস্তায়। দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা এবং পূর্ব কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা এর মধ্যে পড়ছে। গণনাকেন্দ্রের আশপাশে কোনও গাড়ি পার্কিং করা যাবে না। এছাড়াও গণনার দিন বিভিন্ন রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি ট্রাফিক রুট ঘুরিয়ে দেওয়া হতে পারে। বিধাননগর কমিশনারেট জানিয়েছে, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে মোবাইল ফোন, কর্ডলেস ফোন বা অয়্যারলেস সেট আনা যাবে না। কোনও ধরনের অস্ত্র বা ভীতিকর কিছু হাতে নিয়ে ওই অংশে ঘোরাঘুরি করা যাবে না। ৫ জনের বেশি ব্যক্তি ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জমায়েত হতে পারবে না। কোনও ধরনের রাজনৈতিক দলের পতাকা, ফেস্টুন, ব্যানার, লাঠি— কিছু নিয়েই আসা যাবে না ওই অংশে। ভোট কেন্দ্রের ২০০ মিটার এলাকায় কোনও ধরনের মাইক বা প্রচারযন্ত্র ব্যবহার করা যাবে না। কলকাতার মতো বিধাননগরেও গণনাকেন্দ্রের আশপাশে ৪ জুন যান নিয়ন্ত্রণ করা হবে।