SNU

বৃহস্পতিবার ২০ জুন ২০২৪

সম্পূর্ণ খবর

Rohit Sharma: বিশ্বকাপের প্রাক্কালে ফিরল ফর্ম, মুম্বইয়ের জার্সিতে শেষ ম্যাচে জ্বলে উঠলেন রোহিত

Sampurna Chakraborty | ১৮ মে ২০২৪ ০০ : ২৩


আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন আগে সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বকাপের ঠিক আগে রোহিত শর্মার ফর্ম নিয়ে চিন্তিত কিনা। প্রাক্তন বোর্ড সভাপতি জানিয়েছিলেন, তিনি একেবারেই চিন্তিত নয়। রোহিত বিগ ম্যাচ প্লেয়ার। সৌরভের দৃঢ় বিশ্বাস ছিল, বিশ্বকাপে রানে ফিরবেন রোহিত। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে শেষ ম্যাচে জ্বলে উঠলেন রোহিত। পাওয়া গেল সেই পুরোনো 'হিটম্যানকে'। ২৮ বলে অর্ধশতরানে পৌঁছে যান। ইনিংসে ছিল ৩টি ছয়, ৭টি চার। চোখ ধাঁধানো ছক্কা হাঁকিয়ে পঞ্চাশ রান পূর্ণ করেন রোহিত। ঝাঁপি থেকে বেরিয়ে আসে একের পর এক দুর্দান্ত শট। যা চলতি আইপিএলে খুব একটা দেখা যায়নি। বিদায়বেলায় ওয়াংখেড়ের ভক্তদের এই ইনিংস উপহার দিলেন। ৩৮ বলে ৬৮ রান করে আউট হন রোহিত। ইনিংসে ছিল ৩টি ছয়, ১০টি চার। পরের বছর আইপিএলের মেগা নিলাম। মুম্বইয়ে আর থাকবেন না রোহিত। তাই অন্তিমলগ্নে মুম্বইয়ের হয়ে আরও একটি ঝকঝকে ইনিংস উপহার দিলেন। তবে রোহিতের ইনিংস মুম্বইকে জেতাতে পারেনি। শেষ ম্যাচ হেরে টেবিলের তলানিতেই আটকে থাকল মুম্বই। ১৪ ম্যাচে ৮ পয়েন্ট হার্দিকদের। মাত্র ৪টি জয়। শুক্রবার ওয়াংখেড়েতে ১৮ রানে হারল মুম্বই। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১৪ রান করে লখনউ সুপার জায়ান্টস। জবাবে ৬ উইকেটে ১৯৬ রানে থামে মুম্বই। নিকোলাস পুরাণের বিধ্বংসী ইনিংসে ভর করে দুশোর গণ্ডি পেরোয় কেএল রাহুলের দল। 

টসে জিতে লখনউকে ব্যাট করতে পাঠান হার্দিক। শুরুটা ভাল হয়নি। কেএল রাহুল এবং নিকোলাস পুরাণ ছাড়া কেউ রান পায়নি। একটা সময় পর্যন্ত মন্থর গতিতে যাচ্ছিল লখনউ। কিন্তু ক্যারিবিয়ান ক্রিকেটারের ঝোড়ো ইনিংস দলকে বড় রানে পৌঁছে দেয়। ৮টি ছয়, ৫টি চারের সাহায্যে ২৯ বলে ৭৫ রান করে আউট হন পুরাণ। ৪১ বলে ৫৫ রান করেন রাহুল। ইনিংসে ছিল ৩টি ছয় এবং চার। এদিন যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তাঁর পরিবর্তে খেলানো হয় অর্জুন তেন্ডুলকরকে। তিনটি করে উইকেট নেন নুয়ান থুসারা এবং পীযূষ চাওলা। জবাবে মুম্বইয়ের দুই সফল ব্যাটার রোহিত শর্মা এবং নমন ধীর। ৩৮ বলে ৬৮ রান করেন প্রাক্তন অধিনায়ক। শুরুটা ভাল করলেও ২৩ রানে ফেরেন ডেওয়াল্ড ডেভিস। ওপেনিংয়ে ৮৮ রান যোগ করে এই নতুন জুটি। খাতা খুলতে পারেননি সূর্যকুমার যাদব। শূন্যতে ফেরেন। আবার ব্যর্থ হার্দিক। একটি বিশাল ছক্কা হাঁকিয়ে শুরু করলেও মাত্র ১৬ রানে ফেরেন মুম্বই অধিনায়ক। চার নম্বরে নেমে বিশেষ সুবিধা করতে পারেননি ঈশান কিষাণ। শেষদিকে সবাইকে অবাক করেন নমন ধীর। আইপিএলে নিজের প্রথম অর্ধশতরান তুলে নেন। ৪টি ছয়, ৪টি চারের সাহায্যে ২৫ বলে ৫০ রানে পৌঁছে যান। শেষমেষ ২৮ বলে ৬২ রানে অপরাজিত থাকেন নমন। ৬ উইকেটে ১৯৬ রানে শেষ করে মুম্বই। জয় দিয়ে আইপিএল শেষ করল কেএল রাহুলের লখনউ। 
বিশেষ খবর

নানান খবর

Advertise with us

নানান খবর

Germany-Hungary: উজ্জ্বল মুসিয়ালা, জোড়া জয়ে শেষ ষোলোয় জার্মানি...

Croatia-Albania: আলবেনিয়ার কাছেও আটকে গেল ক্রোয়েশিয়া...

Smriti Mandhana: মিতালির সর্বাধিক শতরানের রেকর্ড ছুঁয়ে ফেললেন স্মৃতি মান্ধানা...

T20 World Cup: বার্বাডোজেও বৃষ্টির পূর্বাভাস, ফের ভেস্তে যাবে রোহিতদের ম্যাচ?...

Kane Williamson: সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন ...

India Coach: কোচের দৌড়ে তিনজন, প্রতিদ্বন্দ্বিতার মুখে গম্ভীর...

Dhoni-Ronaldo: ধোনির সঙ্গে তুলনা, এবার রোনাল্ডোকে 'থালা' আখ্যা ফিফার...

T20 World Cup: যশস্বীকে না খেলানোর সিদ্ধান্তে খুশি নন প্রাক্তন তারকা ...

IFA: আইএফএর সহ সচিব পদে তিন নতুন মুখ

Smriti Mandhana: মেয়েদের একদিনের ব়্যাঙ্কিংয়ে তিনে উঠে এলেন স্মৃতি মান্ধানা...

Belgium-Slovakia: লুকাকুর জোড়া গোল বাতিল, বেলজিয়ামের হারে ইউরোতে প্রথম অঘটন...

Pakistan Cricket: পাকিস্তান দলে কোনও একতা নেই, বিস্ফোরক হেড কোচ কার্স্টেন...

Igor Stimac: খারাপ পারফরম্যান্সের জেরে ছাঁটাই ভারতের কোচ ইগর স্টিমাচ...

Team India: রোহিত, কোহলিদের ফিল্ডিং কোচ হওয়ার দৌড়ে তারকা ক্রিকেটার...

Team India: বার্বাডোজে পৌঁছেই বিচ ভলিবলে মাতলেন কোহলি, রিঙ্কুরা...

সোশ্যাল মিডিয়াSNU