রবিবার ০৩ আগস্ট ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৫ মে ২০২৪ ১৯ : ৪৩Sumit Chakraborty
তিনবারের সাংসদ, বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা.কাকলি ঘোষ দস্তিদার। বারাসত লোকসভা কেন্দ্র থেকে এবারের ভোটেও তাঁকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এলাকায় বিজেপির উত্থান থেকে ভবিষ্যতের পরিকল্পনা। কী জানালেন কাকলি?
* ২০১৪ সালে বারাসত লোকসভা কেন্দ্রে ফলাফলের ভিত্তিতে বিজেপি তৃতীয় স্থানে ছিল। ২০১৯-এ দ্বিতীয় স্থানে উঠে এল। এটা কি বিজেপির উত্থান না তৃণমূলের ব্যর্থতা?
কাকলি: ভুয়ো সংবাদ এবং ধর্মান্ধতা মানুষকে প্রকৃত অর্থে অন্ধ করে দিয়েছে। ভারতের সব জায়গাতেই এই ঘটনা ঘটছে। না হলে এই ধরনের একটি বিভেদকামী বা বিচ্ছিন্নতাবাদী শক্তি দেশে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসে না। ভারতের সংহতি, সংবিধানের ধারা লঙ্ঘন করে যারা চলছে তারা দ্বিতীয়বার আসতে পারে না। যে হাওয়ায় ভর করে তারা দ্বিতীয়বার এসেছে, সেই একই হাওয়ায় ভর করে তারা এখানেও এসেছিল। কিন্তু এবারে সেটা স্তিমিত।
* এই কেন্দ্রে মধ্যমগ্রাম, দেগঙ্গা-সহ আরও কয়েকটি জায়গায় আইএসএফ গত পঞ্চায়েত ভোটে উঠে এসেছে। লোকসভা নির্বাচনে তারা প্রার্থীও দিয়েছে। যেভাবে পঞ্চায়েত নির্বাচনে তারা জায়গা করে নিয়েছে সেই একইভাবে কি লোকসভা নির্বাচনেও তারা ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারে?
কাকলি: পঞ্চায়েত নির্বাচনে ওগুলো হয়। ব্যক্তি স্বার্থ এবং পঞ্চায়েতের ইস্যুগুলি সেখানে কাজ করে। ধরুন একটা বুথে হাজার মানুষ এবং ২০০-২৫০ বাড়ি। তাঁদের ব্যক্তি স্বার্থ। সেখানে থাকতে পারে কারুর হিংসা বা রাগ। আর সংসদীয় রাজনীতিটা হয় অনেক বড় আকারে। ইস্যুগুলো থাকে অনেক বড়। সেখানে একজন সদস্য তো সেই কাজগুলো করতে পারবেন না। বা কোনও একটা কাজ যেটা রাজ্য সরকারকে দিয়ে করিয়ে আনতে হবে সেটা তো সেই সদস্য পারবেন না। ফলে তখন মানুষ বুঝে যান এই কাজটা কে করতে পারবেন এবং তাঁর দিকেই তাঁরা ঝোঁকেন। ফলে এবারে কিন্তু আমি বিরাট ভোটের ব্যবধানেই জিতব।
* কাছেই কামদুনি। প্রতিপক্ষ রাজনৈতিক দল অভিযোগ করছে সুজেট বা কামদুনি, বিশেষ করে কামদুনিতে ওইরকম নারী নির্যাতনের ঘটনার পরেও আপনি নীরব ছিলেন। আপনি নিজে কী বলছেন?
কাকলি: প্রথমত কামদুনি আমার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে না। জায়গাটা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গিয়েছিলেন, তাঁর সঙ্গে আমিও গেছিলাম। এমনকী যেদিন ঘটনাটি ঘটেছিল, সেদিনও আমি গেছিলাম। ওঁদের বাড়ি গিয়ে নির্যাতিতার বাবা-মা, ভাইয়ের সঙ্গে দেখা করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। মনে রাখতে হবে জায়গাটা যেহেতু আমার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে না তাই আমি কিন্তু বেশি নাক গলাতে পারি না। এটাই সংসদীয় রীতিনীতি। বিরোধীরা যাঁরা এটা বলছেন তাঁরা এটা জানেন না বলেই মুর্খের মতো বলছেন।
* এই লোকসভা কেন্দ্রে অনেক পরিযায়ী শ্রমিক আছেন। এঁদের জন্য আলাদা করে কিছু ভাবছেন?
কাকলি: অনেক নয়, দেগঙ্গাতে কিছু আছেন। করোনার সময় যে সমস্ত শ্রমিকরা হায়দরাবাদে ছিলেন তাঁদের প্রত্যেকের বাড়িতে আমি ১৫ দিন ধরে খাবার পাঠানো ছাড়াও তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেছি। শ্রমিকদের ফিরে আসার বন্দোবস্ত করেছি। এঁদের প্রত্যেকের সঙ্গে আমার ফোনে যোগাযোগ ছিল।
* এলাকার বন্ধ কল কারখানা, উদাহরণ হিসেবে বলছি অশোকনগরে একটা স্পিনিং মিল বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন। শোনা গিয়েছে ওখানে কিছু একটা "হাব" হবে। কাজ কতদূর হল?
কাকলি: অশোকনগরের কারখানাটা নিয়ে বলছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই কারখানায় যে হাব তৈরি করছেন সেখানে শাঁখা-পলা তৈরির পাশাপাশি গয়নার বাক্সও তৈরি হবে।
* আপনি আগামীদিনে এলাকার জন্য বিশেষ কিছু পরিকল্পনা কি করেছেন?
কাকলি: এলাকার উন্নয়নের জন্য কোনও কাজ বাকি নেই। গত ১৫ বছর ধরে সেটাই করা হয়েছে। এবার আমার ইচ্ছা আছে বারাসতে একটা হকার্স মার্কেট তৈরি করা। আরেকটা কাজ আমি ভেবে রেখেছি পড়াশোনা করা এবং চাকরি করা মেয়েদের জন্য হস্টেল তৈরি করা।
* প্রতিপক্ষ সম্পর্কে কিছু বলবেন?
কাকলি: আমার রুচিতে বাধে। আমার এবং আমার পরিবারের শিক্ষা, অভিজ্ঞতা, জ্ঞান ও আমার জনদরদী ভাবমূর্তি রয়েছে। সেখানে এঁদের সম্পর্কে কিছু বলতে আমার রুচিতে বাধে।
নানান খবর

‘চিল চিৎকার’ করেই বিজয়ী? জাতীয় পুরস্কার মঞ্চে কি আদৌ রানির জয় হল না শেফালির প্রতি অবিচার?

ডিভিলিয়ার্সের কাছে লিজেন্ডস লিগে হার, পাকিস্তান জানিয়ে দিল তারা আর খেলবে না

বিশ্বের কোন দেশে লিভ-ইন সম্পর্কের যুগলের সংখ্যা সবচেয়ে বেশি? ভারত তালিকায় কত নম্বরে?

৩৮২ দিন টানা উপোস! ১২৫ কেজি ওজন কমিয়ে বিশ্বরেকর্ড ২০৬ কেজি ওজনের যুবকের

গ্রামে স্ত্রী-সন্তান-শহরে লিভ-ইন, স্ত্রীর সঙ্গে গোপন ফোনালাপ প্রেমিকার কানে যেতেই কোপালেন বুকের উপর বসে

'মা গঙ্গা ঘরে চলে এসেছে', বন্যায় বুক সমান জলে দাঁড়িয়ে প্রার্থনায় মগ্ন পুলিশ! দুধ, ফুল দিয়ে পুজোও করলেন

কোহলি-রোহিত নেই, তাতে কী! সিরাজ একাই একশো, নাক উঁচু ইংরেজদের মন জিতে নিয়েছেন হায়দরাবাদি

গিল আর ইতিহাসের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে না তো বৃষ্টি? আজ কী বলছে ওভালের আবহাওয়া, জানুন বিস্তারিত

কালো দাগ পড়া পেঁয়াজ: খাবেন না ফেলে দেবেন? কী বলছেন পুষ্টি বিশেষজ্ঞরা?

টলিপাড়ায় কি বন্ধুত্ব টেকে? ‘তোপসে’, ‘জটায়ু’-র সঙ্গে হাজির হয়ে বন্ধুত্ব দিবসে কী বার্তা দিলেন ‘ফেলুদা’?

টেস্ট অবসর নিলেও লিডারই রয়ে গিয়েছেন তিনি! রোহিতের এক পরামর্শেই যশস্বীর সেঞ্চুরি, রহস্য ফাঁস ভারতীয় ওপেনারের

মানুষের ত্বক যদি ব্যাঙের মতো হত, তাহলে কোন বিশেষ ক্ষমতা মিলত

তামিলনাড়ুতে নয়া ভোটার ৬.৫ লক্ষ, বিহারে ভোটার তালিকা সংশোধন বিতর্কের মধ্যেই কীসের ইঙ্গিত চিদাম্বরমের?

পড়ুয়াদের জন্য প্রস্তুত করে দেওয়া হয় চার বছরের 'রোড ম্যাপ', নবাগতদের স্বাগত জানাতে এসআইটি-তে 'শুভারম্ভ ২০২৫'

চাঁদে তৈরি হবে মানুষের বাসস্থান, যুগান্তকারী আবিষ্কার করলেন চিনের বিজ্ঞানীরা

এ কেমন আবদার! জাদেজার চাপে জামা খুললেন এক দর্শক, এমন দৃশ্য আগে কখনও দেখেছেন!

স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে খেলেন স্ত্রী! প্রেমের আবেগ না ঝগড়ার ঝাল? কী কারণে কেলেঙ্কারি?

প্রবল বৃষ্টিতে ধস, তিস্তার গর্ভে ভেঙে পড়ল জাতীয় সড়ক, বন্ধ ভারী যান চলাচল, উত্তরবঙ্গে আরও দুর্যোগের আশঙ্কা

জাতীয় পুরস্কার পেয়েই হুড়মুড়িয়ে কোথায় ছুটলেন রানি? আশা জাগিয়ে মুক্তি পেয়ে হাঁটার বদলে খোঁড়াচ্ছে ‘ধড়ক ২’?

‘ওই জায়গাতেই আরও চুল চাই...’, তুরস্কে কারিকুরি করাতে গিয়ে যা ঘটে গেল পর্যটকের সঙ্গে, নিজের বিপদ ডাকার আগে জানুন

শরিয়ত পরিচালিত সৌদি আরবে পর্যটকদের রমরমা, কিন্তু এ দেশে মদ বিক্রি হয়? জানুন

মন্দির থেকে আর বাড়ি ফেরা হল না, পুজো দেওয়ার পরেই মর্মান্তিক পরিণতি ১১ পুণ্যার্থীর, ভয়ঙ্কর দুর্ঘটনা যোগীরাজ্যে

গোপনীয়তার অধিকার না সম্পর্কের দাবি? প্রেমিক বা প্রেমিকা ফোনের পাসওয়ার্ড চাইলে কোন দিক রক্ষা করা উচিত?

এসআইপি-র দিন শেষ? এবার চালু হচ্ছে এসআইএফ, এটা কী? কতটা নিরাপদ?