বুধবার ১৫ অক্টোবর ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Mamata Banerjee: হঠাৎ কী করে বাড়ল ভোটের হার? ফারাক্কার সভা থেকে প্রশ্ন তুললেন মমতা

Riya Patra | ০১ মে ২০২৪ ২২ : ০৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: জাতীয় নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার চূড়ান্ত ভোট গ্রহণের হার প্রকাশ করার পর গোটা দেশজুড়ে বিজেপি বিরোধী দলগুলির মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার রাতে কমিশনের তরফে জানানো হয় প্রথম দফায় ৬৬.১৪ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৬৬.৭১ শতাংশ ভোট পড়েছে। অথচ এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে হয়েছিল দ্বিতীয় দফায় ৬০.৯৬ শতাংশ ভোট দান হয়েছে। দ্বিতীয় দফায় কিভাবে হঠাৎই ৫.৭৫ শতাংশ ভোট বেড়ে গেল তা নিয়েই বুধবার মুর্শিদাবাদের ফারাক্কায় মালদা (দক্ষিণ) লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রাইহানের সমর্থনে জনসভা করতে এসে নির্বাচন কমিশনের উদ্দেশে প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। 
আজকের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "এর আগে নির্বাচন কমিশনের সূত্র ধরে সমস্ত সংবাদ মাধ্যম লিখেছে কোথায় কত শতাংশ ভোট হয়েছে। অথচ গত রাতে হঠাৎ আমি শুনতে পেলাম যেখানে বিজেপির কম ভোট হয়েছে সেখানে ৫.৭৫ শতাংশ ভোট হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। জাতীয় নির্বাচন কমিশন এই সংক্রান্ত একটি নোটিশও জারি করেছে।" 
তিনি বলেন," নাগরিকদের সন্দেহ দূর করতে ইভিএম মেশিন এবং তার চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যা কী করে বাড়ল, প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে কত ভোট পড়েছিল, কত ভোটার এবং কত মেশিন ছিল তা আমরা জানতে চাই। " 
মমতা ব্যানার্জি অভিযোগ করেন, "প্রায় ১৯ লক্ষ ইভিএম মেশিন অনেকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি শাসিত রাজ্যগুলি মানুষের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছে। এটা আমার সন্দেহ। এই সন্দেহ মানুষের যাতে না হয় তাই জাতীয় নির্বাচন কমিশনের এই সন্দেহ দূর করা উচিত। শুধু "বিজেপি কমিশন" হয়ে বসে থেকে লাভ নেই, নিরপেক্ষ কমিশন হিসেবে ভারতের জনগণ নির্বাচন কমিশনকে দেখতে চায়।" 
অন্যদিকে আজকে প্রখর রোদে সভা শুরু করার কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য থামিয়ে দেন। তিনি দেখতে পান তাঁকে শুনতে আসা বহু মানুষ "হ্যাঙ্গারে"র নিচে ছাওয়ায় জায়গা পায়নি। তাঁদের "হ্যাঙ্গারে"র নিচে ব্যবস্থা করার পর তিনি ফের বক্তব্য শুরু করেন। 
 আজকের সভা থেকে মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদেরও বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন," বিড়ি শ্রমিকরা আগে কিছুই পেতেন না। তবে এখন যা পান সেটাও তেমন কিছুই নয়। নির্বাচনের পর আমি রাজ্যের শ্রমমন্ত্রীকে বলব সকলের সাথে কথা বলে একটা কিছু করার জন্য।" 
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদের বিডি শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করছেন। সাগরদিঘি উপনির্বাচনের সময় অভিষেক ব্যানার্জি কথা দিয়েছিলেন দ্রুত বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হবে। তবে তা এখনও কার্যকর না হওয়ায় ভোট বাক্সে যাতে তার বিরূপ প্রতিক্রিয়া না পড়ে সে কারণেই আজ মুখ্যমন্ত্রী এই প্রতিশ্রুতি দিলেন বলে অনেকেই মনে করছেন। জঙ্গিপুর মহকুমায় প্রায় ৮ লক্ষ বিড়ি শ্রমিক রয়েছেন।  
ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামকে ডেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন জেলার কয়েকজন বিড়ি কোম্পানির মালিক মিলে কেবলমাত্র বিড়ি শ্রমিকদের জন্য একটি হাসপাতাল তৈরি করার। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন -১০০ শয্যার ওই হাসপাতাল তৈরি করা হলে রাজ্য সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সাহায্য করা হবে। 
ফারাক্কার বুকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন," ফারাক্কা ব্যারেজ যখন তৈরি হয় সেই সময় কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখানকার মানুষদের পুনর্বাসনের জন্য প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। অথচ আজ পর্যন্ত এক টাকাও পাওয়া যায়নি।" ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সময়মতো ড্রেজিং না করাতে শুখা মরশুমে নদীতে জল পাওয়া যায় না বলেও তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী আজ বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপি দেশ, জাতি, সংবিধান বিক্রি করে দিচ্ছে। ওরা ঠিক করছে কে কি খাবে, পড়বে। ওদেরকে বিদায় না দিলে গায়ের জোরে এনআরসি সিএএ এবং অভিন্ন দেওয়ানি বিধি আইন চালু করে দেবে।" প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে "টেলিপ্রম্পটার নেতা" বলে আখ্যায়িত করে মুখ্যমন্ত্রী বলেন,"উনি বলেছিলেন বছরের ২ কোটি চাকরি দেবেন। কিন্তু "চাকরি খেকো" বিজেপি এই রাজ্যে ২৬ হাজার শিক্ষকের চাকরি খেয়ে নিয়েছে। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, তারা চাকরি কেড়ে নিচ্ছে। আর ওদের হয়ে এরাজ্যে পথে নেমেছে সিপিএম-কংগ্রেস। এই জোটকে একটি ভোট দেওয়া মানে বিজেপিকে সমর্থন করা।"

নানান খবর

ভয়ঙ্কর দুর্ঘটনা রাজস্থানে, নিমেষে পুড়ে খাক নতুন বাস! বাঁচার জন্য আর্তনাদ করতে করতেই জীবন্ত দগ্ধ ১৯

ভিডিও কলের সময় এক ট্যাপেই নিজের মোবাইলের সম্পূর্ণ স্ক্রিন শেয়ার করুন, জানুন পদ্ধতি

ওজন কমাতে জিরে না চিয়া বীজ, কোন জলে ভরসা রাখবেন? জেনে নিন কী বলছে পুষ্টিবিজ্ঞান

'২৯ বারের শিল্ডজয়ী ইস্টবেঙ্গল, আমাদের সঙ্গে কেন এই ব্যবহার?', বিস্মিত অস্কারের প্রশ্ন

বিয়ের হাওয়া বদল! মুক্ত হাওয়া নাকি চাহিদার হেরফের? ওপেন ম্যারেজের হালহকিকত জানালেন আইনজীবী

হ্যান্ডশেক বিতর্কের পর 'হাই ফাইভ', পাকিস্তানের সঙ্গে দূরত্ব মেটাল ভারতীয় হকি দল

নেশনস কাপে সাফল্যের নটে গাছটি মুড়োল, এশিয়ান কাপ অধ্যায় শেষ খালিদ জামিলের ভারতের

ঢাকায় রাসায়নিক কারখানায় আগুন, মৃত ১৬

মস্তিষ্কের বন্ধু, হৃদয়ের রক্ষাকবচ, রোজের পাতে এই একটি খাবার রাখলেই চাঙ্গা থাকবে শরীর

অপারেশন সিন্দুরের সময় কোন পদক্ষেপ নিয়েছিল ভারতীয় নৌবাহিনী যা এখনও কেউ জানে না, জানালেন ডিজিএমও

পকেটে টাকা নেই? তাতে কী! শিখে নিন নামমাত্র খরচে দীপাবলিতে ঘর সাজানোর সহজ পাঠ

পাখির চোখ ২০২৬ বিশ্বকাপ, অ্যানচেলোত্তির ভাবনায় নেইমার, তবে দিলেন এক শর্ত

কাঁচা দুধ বনাম ফোটানো দুধ, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী? কী বলছে পুষ্টিবিজ্ঞান?

এই তারকাকে বল করতে না দেখে বিস্মিত আকাশ চোপড়া, সিরিজ জিতলেও গিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

শীতের আগেই ভয়ের দাপট দিল্লিতে, চলছে আগাম প্রস্তুতি

ধূমপান ছাড়ার পরেও ক্ষতিকর পদার্থ রয়ে যায় বুকে! ফুসফুস নিংড়ে বিষাক্ত ময়লা বার করবেন কীভাবে?

১৪ অক্টোবর প্রসেনজিৎ-দেব-জিতের কাছে 'বিশেষ' দিন, কেন এই দিন ভুলতে পারবেন না তিন সুপারস্টার?

বাবা, তোমাকেই দিলাম আমার ম্যাচসেরার পুরস্কার, ফাইনালও উৎসর্গ করব তোমাকেই

একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নির্যাতিতার, বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে: আসানসোলের পুলিশ কমিশনার

বিশ্ব অর্থনীতির ভারসাম্যে ভারত এখন কেন্দ্রীয় ভূমিকা নিয়েছে: আইএমএফ

জ্ঞান যত কম, গলার জোর তত বেশি! ‘মূর্খ’রা কেন বেশি আত্মবিশ্বাসী হন? ‘ডানিং-ক্রুগার এফেক্ট’-এ লুকিয়ে আছে উত্তর

কে কে ভালবাসে, মারা গেলে কষ্ট পাবে? জানার জন্য 'মৃত' সেজে অভিনয়! চিতায় আগুন দেওয়ার আগেই নাটকীয় মোড়

দলে মহিলাদের সম্মান নেই, সভা চলাকালীন দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই স্লোগান মহিলা মোর্চার

শুভমনের দলে যোগ দিতে মুম্বই ছাড়লেন রোহিত, চেহারা দেখে চমকে যেতে হবে

সোশ্যাল মিডিয়া