রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৯ মার্চ ২০২৪ ১৫ : ৩২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে ইতিমধ্যেই বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। এবার বহরমপুর লোকসভা কেন্দ্রের পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে আদর্শ নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস।
বহরমপুর লালদীঘিতে অস্বাভাবিক হারে মাছের মৃত্যু এবং তার ফলে পরিবেশ দূষণ এবং পচা মাছের গন্ধে স্থানীয় বাসিন্দাদের সমস্যা হচ্ছে, এই খবর পেয়ে বৃহস্পতিবার সকালে লালদীঘি পরিদর্শনে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। কিন্তু সেখানে ঢোকার আগে অধীরবাবু ওই দীঘির মালিক বহরমপুর পুরসভার কাছ থেকে কোনও অনুমতি নেননি বলে অভিযোগ। পুরসভা সূত্রে জানা গেছে, ওই দীঘি এবং সংলগ্ন পার্ক সাধারণের জন্য বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার রাতে জাতীয় নির্বাচন কমিশনের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী জানান, বহরমপুর পুরসভার সম্পত্তি লালদীঘি পার্কে অধীর চৌধুরী গায়ের জোরে ঢুকেছিলেন। লিখিত অভিযোগে তিনি আরও জানিয়েছেন, অধীর চৌধুরীর নির্দেশে তাঁর আশ্রিত কিছু দুষ্কৃতী লালদীঘির জলে বিষ মিশিয়ে মাছ মেরেছে। এর ফলে লালদীঘির জল একদিকে যেমন দূষিত হয়ে পড়েছে, পাশাপাশি যারা দীঘির জলে স্নান করতে আসেন তাদের পক্ষেও এখন সেখানে স্নান করা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।
পুরসভার চেয়ারম্যান তাঁর লিখিত অভিযোগে আরও জানিয়েছেন, অধীর চৌধুরী প্ররোচনামূলক বক্তব্যের মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ভঙ্গ করার পাশাপাশি পুরসভার বোর্ডকে কালিমালিপ্ত করতে চাইছেন, যা নির্বাচনী আইনের ৫ এবং ৬ নম্বর ধারার পরিপন্থী।
শুক্রবার এই ঘটনার প্রেক্ষিতে অধীর বলেন, ‘লালদীঘি একটি সরকারি সম্পত্তি। সেখানে যেতেই পারি। সেখানে গেলে আদর্শ নির্বাচনবিধি কিভাবে ভঙ্গ হয় তা জানা নেই। এরপর গঙ্গার ধার, স্কোয়ার ফিল্ডের মাঠ বা গঙ্গা নদীতে স্নান করতে নামলেও হয়ত আমার বিরুদ্ধে আদর্শ নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ আনা হবে।’
নানান খবর

নানান খবর

চাইলেও বাবা মোবাইল দেননি, অভিমানে নিজেকে শেষ করে দিল আলিপুরদুয়ারের অষ্টম শ্রেণির ছাত্রী

সোমবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, জেলায় প্রস্তুতি তু্ঙ্গে

এক টুকরো স্বর্গ বাঁকুড়ার বুকে! ঝিলিমিলি-তালবেড়িয়া ড্যাম ঘুরে আসুন গরমের ছুটিতে

রাগ ভাঙাতে গিয়ে বিবাদ চরমে, এক কোপে স্বামীর গোপনাঙ্গ কেটে নিলেন স্ত্রী, ভয়ঙ্কর কাণ্ডে তোলপাড় গ্রাম

ডিউটিতে বেরিয়ে নিখোঁজ, পাটের গুদামে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি