সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

শুভশ্রীর ফুটবল টিম!

বিনোদন | Tollywood: ৪ ছেলে ৮ মেয়ে হবে শুভশ্রীর! একে কি বাড়ি বলা যাবে! মিঠুনের রসিকতায় কী ইঙ্গিত?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ৩১ অক্টোবর ২০২৩ ১৫ : ১৪


চলতি বছরের শেষেরাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় সন্তান আসছে। সুখবর শোনার অপেক্ষায় টলিউড। এদিকে ‘ডান্স বাংলা ডান্স’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে ভবিষ্যবাণী, নায়িকার নাকি ভবিষ্যতে চার ছেলে আট মেয়ে হবে! শুনে হতভম্ব তিনি। হাসতে হাসতে মিঠুন চক্রবর্তীর রসিকতা, তা হলে কি তাকে আর বাড়ি বলা যাবে?

টানা ন’মাস এক ছাদের নীচে কাটিয়ে বিদায়। সদ্য শেষ ‘ডান্স বাংলা ডান্স’-এর গ্র্যান্ড ফিনালে। সেখানে নাচের ফাঁকে ছিল হরেক মজা। তিন নায়িকার সঙ্গে ছিল সঞ্চালক অঙ্কুশ হাজরার নাচ। শুভশ্রী নাচে অংশ নিতে পারেননি। কারণ, তাঁর এখন ভরা সময়। হাসি, মজা, খুনসুটিতে জমে গিয়েছিল অনুষ্ঠান। সঙ্গে টানটান উত্তেজনা, কে হবে ‘সেরার সেরা’? সেখানেই কার্টুন ভূত কেকে তার বৌকে নিয়ে হাজির। কথায় কথায় জানায়, সে জ্যোতিষবিদ্যায় পারদর্শী হয়েছে। শুনেই ‘মহাগুরু’ জানতে চান, শুভশ্রীর ভবিষ্যত কী?

জবাবে কেকের বৌ বলে, ১৫ বছর পরে শুভশ্রীর খুব সুন্দর একটা বাড়ি হবে। সেখানে খেলা করবে চার চারটি ছেলে! এমন ভবিষ্যতবাণী শুনে চোখ কপালে উঠে যায় ‘রাজ ঘরণি’র। বিস্ময়ে কথা বন্ধ হয়ে যায় তাঁর। হেসে ফেলেন অঙ্কুশ। সবাইকে চমকে দিয়ে পেত্নি আরও জানায়, ছেলের সঙ্গে মেয়েও হবে নায়িকার। আটটি ফুটফুটে মেয়ে খেলা করবে রাজ-শুভশ্রীর বাড়িতে। তখনই মিঠুনের টিপ্পনি, ‘‘একে কি আর বাড়ি বলা চলে?’’ তিনি যেন ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, ১২ জন সন্তানের জন্ম দিয়ে তারকা দম্পতি ‘ফুটবল টিম’ তৈরি করে ফেলবেন!

খবর, এবারে বাইরে থেকে কোনও বিশেষ অতিথি বা বিচারক যোগ দেননি। প্রথম থেকে যে চার জনকে দেখা গিয়েছে তাঁরাই ছিলেন। অর্থাৎ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মৌনী রায়, পূজা বন্দ্যোপাধ্যায়। বিশেষ দিনে কেমন সেজেছিলেন তাঁরা? কোন কোন গানের সঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছে তাঁদের? পূজা, মৌনী কালো পোশাকে উচ্ছ্বল। এঁরা পরেছিলেন সিক্যুইনের গাউন। শ্রাবন্তী আর সঞ্চালক অঙ্কুশ হাজরা উজ্জ্বল ওয়াইন রঙের সিক্যুইন পোশাকে। শ্রাবন্তীর পোশাক ডিজাইনার শাড়ি। শুভশ্রী তাঁর সাজে ঐতিহ্য ধরে রেখেছিলেন। তিনি ঝলমলে লাল শাড়িতে। চার জনকে ‘জওয়ান’-এর ‘জিন্দা বান্দা’ গানের তালে পা মেলাতে দেখা গিয়েছে। দৃশ্য অনুযায়ী পাঁচজনেই পোশাক বদলেছেন। 

 বাকি ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। তিনি কী করলেন? উল্লাস, উদযাপন মানেই সেখানে কালো রঙের চমক। মিঠুন বরাবর সুপুরুষ কালো পোশাকে। এই পর্বেও ব্যতিক্রম হয়নি। কালো সিক্যুইনের ব্লেজার আর প্যান্ট। সঙ্গে সাদা উত্তরীয় আর কালো টুপি। মহাগুরু পুরো ‘ডিস্কো ড্যান্সার’ মেজাজে। নিজের জনপ্রিয় গানের তালেই ছন্দ মেলাতে দেখা গিয়েছে তাঁকে। ‘ডিস্কো ড্যান্সার’-এর জনপ্রিয় গান ‘কৃষ্ণা ধরতি পে আজা তু’, ‘আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার’, ‘ইয়াদ আ রহা হ্যায়’ বেজেছে নেপথ্যে। মিঠুনের চারপাশে লাল সিক্যুইনের পোশাকে অজস্র সুন্দরী। সব মিলিয়ে চোখধাঁধানো পারফরম্যান্স।



জানা গিয়েছে, সমস্ত ছোট প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দিয়েছেন জি বাংলা কর্তৃপক্ষ। প্রথম তিন জনের জন্য ছিল বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার পুরস্কার। এছাড়া, সেরাদের জি বাংলার সমস্ত অনুষ্ঠানে আগামীতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে। প্রতিভা থাকলে তাঁরা অভিনয়েও সুযোগ পাবেন। যেমন, ‘পিলু’ ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল মেঘা দাঁকে। তিনি ‘ডান্স বংলা ডান্স’-এর প্রতিযোগী। একই ভাবে এবারের মহালয়ায় অসুরের ভূমিকায় দেখা গিয়েছে নাচের রিয়্যালিটি শো-এর আরও এক প্রতিযোগী অর্ণবকে। প্রসঙ্গত, অভিজিত সেনের পরিচালনায় এই মঞ্চ ভারতীয় ছোটপর্দায় প্রথম মিঠুন চক্রবর্তীর জন্মদিন পালন করেছে। পাশাপাশি, বিভিন্ন শো-তে স্মরণ করেছে বাংলা, বলিউডের তারকাদের।
 




নানান খবর

নানান খবর

Exclusive: ‘অহল্যা দেখে খুশি হতেন, আলাদিন দেখে রেগে যেতেন!’ সত্যজিৎ রায়-কে নিয়ে একান্ত আড্ডায় সুজয় ঘোষ

‘ওদের শিল্পীদের মাথায় তুলে রাখি, আর ওরা?’ পাকিস্তানের ‘ভালবাসা’ নিয়ে তোপ জাভেদ আখতারের

হৃতিকের সঙ্গে রসায়নই হয়েছিল কাল! 'ধুম ২'-এর পর আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল শুটিং ফ্লোরে?

‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!

‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার 

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে 

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য? 

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

সোশ্যাল মিডিয়া