আজকাল ওয়েবডেস্ক: এক বল বাকি থাকতে পাকিস্তানের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি জিতে নিল জিম্বাবোয়ে। সিরিজের ফলাফল ২-১। হোয়াইট ওয়াশ এড়াল জিম্বাবোয়ে। 

পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৩২ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে এই রান সেরকম নয়।  জিম্বাবোয়ের বোলারদের দাপটে ব্যাটারদের কাজটা সহজ হয়ে গিয়েছিল। কিন্তু শেষের দিকে গন্ডগোল পাকিয়ে ফেলেছিলেন জিম্বাবোয়ের ব্যাটাররা। 

শেষ ওভারে জাহানদাদ খানকে ছক্কা ও চার মেরে ম্যাচের রং বদলে দেন  টিনোটেন্ডা মাপোসা। রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি তোলা থাকল জিম্বাবোয়ের জন্য। 

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ২ উইকেটে জেতে সিকান্দর রাজার জিম্বাবোয়ে। টি-টোয়েন্টিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে এটি পাকিস্তানের তৃতীয় হার। 

পাক ব্যাটারদের মধ্যে আঘা সলমন সর্বোচ্চ ৩২ রান করেন। টপ অর্ডার ব্যাটারা সেভাবে রান না পেলেও মিডল ও লোয়ার মিডল অর্ডার ব্যাটারা রান পান পাকিস্তানের। 
জিম্বাবোয়ের ইনিংসে সর্বোচ্চ রান করেন ব্রায়ান বেনেট (৪৩)। বাকিরা সেভাবে রান না পেলেও ম্যাচটা জিতেছে জিম্বাবোয়ে।