আজকাল ওয়েবডেস্ক: যুবরাজ সিংয়ের ব্যাট এখনও চলে। আর তাঁর ব্যাট চলতে শুরু করলে ছক্কার বৃষ্টি হতে শুরু করে। 

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের সেমিফাইনালে যুবি ঝড় তুললেন। নস্ট্যালজিক করে তুললেন দর্শকদের। ফিরিয়ে নিয়ে গেলেন সেই ফেল আসা সময়ে। অজিদের বিরুদ্ধে অতীতেও পাঞ্জাবতনয় মারমুখী ইনিংস খেলেছেন। খেলা ছাড়ার পরেও দেখা গেল সেই একই অভ্যাস রয়ে গিয়েছে তাঁর মধ্যে। 

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে সামিল হয়েছেন অবসরে যাওয়া ক্রিকেটাররা। ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন শচীন তেণ্ডুলকর। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন শ্যেন ওয়াটসন। 

টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে তোলে সাত উইকেটে ২২০ রান। অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। 

 

?ref_src=twsrc%5Etfw">March 13, 2025

যুবরাজ ৩০ বলে ৫৯ রান করেন। সাতটি ছক্কা ও একটি বাউন্ডারি মারেন যুবি। বাঁ হাতি যুবরাজের মারমুখী ব্যাটিং দেখে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা উদ্বেল হয়ে ওঠেন। ২৬ বলে পঞ্চাশ করেন যুবি। ম্যাকগেইনের এক ওভারে তিনটি ছক্কা হাঁকান তিনি। শেন ওয়াটসনের অস্ট্রেলিয়া যুবরাজ ঝড় থামাতে পারেনি। 

যুবির মতো ঘাতক অবতারে ধরা না দিলেও শচীন ৩০ বলে ৪২ রানের ইনিংস খেলে যান। সাতটি বাউন্ডারি ছিল মাস্টার ব্লাস্টারের ইনিংসে। স্টুয়ার্ট বিনি ২১ বলে ৩৬ এবং ইউসুফ পাঠান ১০ বলে ২৩ এবং ইরফান পাঠান ৭ বলে চটজলদি ১৯ রান করেন। কিন্তু সব আলো শুষে নেন যুবরাজ সিং।