আজকাল ওয়েবডেস্ক: শচীন বনাম লারা। ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের এই লড়াইকে কেন্দ্র করে নসট্যালজিক হয়ে উঠেছিল ক্রিকেটবিশ্ব।
সেই মঞ্চেই লেগে গেল যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের টিনো বেস্টের মধ্যে। ক্যারিবিয়ানদের করা ১৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ইন্ডিয়া মাস্টার্স চার উইকেটে ১৪৯ রান তুলে চ্যাম্পিয়ন হয়।
ভারতের ইনিংসের ১৩ ওভারের ঘটনা। যুবরাজ সিংয়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন ক্যারিবিয়ান তারকা টিনো বেস্ট। দুই দলের দুই তারকার মধ্যে কথা কাটাকাটির ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কী কথা হয়েছিল দু'জনের মধ্যে তা পরিষ্কার নয়।
তবে বেস্ট তাঁর ওভার শেষ করার পরে চোটের অজুহাত দেখিয়ে মাঠ ছাড়ার অনুমতি চান আম্পায়ারের কাছে। সেই সময়ে বিষয়টা আম্পায়ার বিলি বাওডেনের কাছে তোলেন যুবি। বিলি বাওডেন ক্যারিবিয়ান তারকা টিনো বেস্টকে মাঠ ছাড়ার অনুমতি দেননি। এই বিষয়টাই সহ্য হয়নি টিনো বেস্টের। তিনি যুবির সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে দেন। দু'জনের মধ্যে শুরু উত্তপ্ত কথা কাটাকাটি। ইংল্যান্ডের প্রাক্তন পেসার ড্যারেন গঘ ধারাভাষ্যের সময়ে বলেন, ''টিনো বেস্ট দমবার পাত্র নয়। ও সব সময়ে সবার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। দু'জনের কেউই না দমলে এই ব্যাপারই হবে।''
Lafda with Yuvraj vs Tino best ☠️ #IMLT20Final #YuvrajSingh #IMLT20
— CricFreak69 (@Twi_Swastideep)
pic.twitter.com/FfPJTvOBVtTweet by @Twi_Swastideep
দুই তারকাকে শান্ত করতে এগিয়ে আসেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ব্রায়ান লারা। যুবির পার্টনার অম্বতি রায়ডু এবং আম্পায়ার বিলি বাওডেন পরিস্থিতি সামলানোর জন্য এগিয়ে আসেন।
পরে অবশ্য দুই ক্রিকেটারই শান্ত হন। অম্বতি রায়ডুর ৫০ বলে ৭৪ রানের ফলে ভারত খুব সহজেই ক্যারিবিয়ানদের রান তাড়া করে ম্যাচ জিতে নেয়।
