আজকাল ওয়েবডেস্ক:‌ ফের বাইশ গজে নামতে চলেছেন বিরাট কোহলি। প্রায় ২২৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বিরাট। তাই অস্ট্রেলিয়ায় এখন কোহলিকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। বৃহস্পতিবার চার ঘণ্টা দেরিতে পারথে পৌঁছনোর পরেই মাঠে নেমে পড়েছিলেন বিরাট। ৩০ মিনিট অনুশীলনের পর দেখা যায় এক খুদে ভক্তর আবদার মেটাচ্ছেন কোহলি।


দ্রুত ভাইরাল হয় সেই ঘটনার ভিডিও। সেখানে দেখা যায়, এক খুদে ভক্ত অনুশীলনের পর বিরাটের কাছে এগিয়ে যাচ্ছে। ওই সমর্থকের ব্যাটে সইও করেন ভারতীয় তারকা। প্রিয় ক্রিকেটারের সই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায় সে। আনন্দে লাফাতে থাকে ওই সমর্থক। প্রবল উচ্ছ্বাসে প্রথমে দৌড়ে যায়। এরপর মাটিতে গড়াগড়িও খায়।


এই ভিডিও দেখে এক নেটিজেন বলছেন, ‘আমার বয়স এখন ৬৩। আমিও ওই বাচ্চাটির মতোই করতাম।’ আরেক নেটিজেনের কথায়, ‘এটাই বিরাটের করিশ্মা।’ আরেকজন লিখেছেন, ‘ঈশ্বরকে সামনে পাওয়ার অনুভূতি এমনই হয়।’ 


প্রসঙ্গত, রবিবার থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ। তার আগে সময় নষ্ট না অনুশীলনে নেমে পড়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। নেটে অনুশীলনের পর হিটম্যানকে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতেও দেখা গিয়েছে। বিরাট–রোহিত জুটি যে তৈরি, তা নেটে তাঁদের অনুশীলন দেখেই স্পষ্ট। প্রথম প্র্যাকটিস সেশনে যেভাবে তাঁরা ব্যাট করলেন, তাতে অস্ট্রেলিয়া দলের রাতের ঘুম উড়ে যেতে পারে।


এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে এক পাক ভক্তের আনা জার্সিতে সই করেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। এটা ঘটনা, ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। টেস্ট এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে দূরে থাকা কোহলি এবং রোহিতকে দেখার জন্য প্রবল উৎসাহ অস্ট্রেলিয়ায়। ওয়ানডে সিরিজের পর ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলি রয়েছে রয়েছে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর, ৮ নভেম্বর। আর অস্ট্রেলিয়ায় ওয়ানডে’তে প্রথমবার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে দেখা যাবে শুভমান গিলকে। রোহিতকে সরিয়ে তাঁকেই যে করা হয়েছে নেতা।