আজকাল ওয়েবডেস্ক:‌ মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর তারপরই মহিলাদের আইপিএল নিয়ে উন্মাদনা তুঙ্গে। পাঁচটি দল ইতিমধ্যেই রিটেনশন তালিকা জমা দিয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে দীপ্তি শর্মা, রেণুকা সিংয়ের মতো তারকাদের দলে রাখা হয়নি। দিল্লিতে নিলাম হবে ২৭ নভেম্বর। আগামী বছরের মহিলাদের প্রিমিয়ার লিগের মহা নিলামে নাম রয়েছে মোট ২৭৭ ক্রিকেটারের। তবে সুযোগ পাবেন মাত্র ৭৩ জন।


জানা গেছে, আনক্যাপড শ্বেতা শেরাওয়াত ছাড়া প্রত্যেক ক্রিকেটারকেই নিলামের জন্য ছেড়ে দিচ্ছে ইউপি ওয়ারিয়ার্স ম্যানেজমেন্ট। দীপ্তি ছাড়াও অ্যালিসা হিলি, আলানা কিং, ক্রান্তি গৌড়, টালিয়া ম্যাকগ্রার মতো ক্রিকেটাররাও রয়েছেন সেই তালিকায়। সদ্যসমাপ্ত বিশ্বকাপে এঁরা সকলেই ভাল পারফর্ম করেছিলেন। এছাড়া নিউজিল্যান্ডের এমেলিয়া কের, সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং, ইংল্যান্ডের সোফি একলস্টোন এবং দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টদেরও ভাগ্য নির্ধারণ হবে।


মোট ১৯৪ জন ভারতীয় ক্রিকেটার নিলামে আসছেন। তাঁদের মধ্যে ৫২ জন ক্যাপড, অর্থাৎ দেশের হয়ে খেলেছেন। তবে জায়গা রয়েছে মাত্র ৫০টি। অন্যদিকে ৮৩ জন বিদেশি প্লেয়ারের জন্য জায়গা ২৩টি। যাঁদের মধ্যে ৬৬ জন ক্যাপড। প্লেয়ারদের পাঁচটি বেস প্রাইজে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৫০ লক্ষের বেস প্রাইজে আছেন ১৯ জন, ৪০ লক্ষের বেস প্রাইজে আছেন ১১ জন। ৩০ লক্ষের ন্যূনতম মূল্যের তালিকায় আছেন ৮৮ জন। এছাড়াও ২০ লক্ষ ও ১০ লক্ষ টাকার বেস প্রাইজ আছে।


৫০ লক্ষের বেস প্রাইজের তারকা খচিত তালিকায় আছেন সোফি ডিভাইন, সোফি একলস্টোন, অ্যালিসা হিলি, অ্যামেলিয়া কের, মেগ ল্যানিং, দীপ্তি শর্মা, হরলিন দেওল, উমা ছেত্রী, হিদার নাইট, ড্যানিয়েল ওয়াইট–হজ, ফোবি লিচফিল্ড, প্রতীকা রাওয়াল, পূজা বস্ত্রকার, জর্জিয়া ওয়্যারহাম। ৪০ লক্ষের তালিকায় আছেন রেণুকা সিং, শিখা পাণ্ডেরা। ৩০ লক্ষের তালিকায় নাম আছে লরা উলভার্ট, তাজমিন, ব্রিটস, স্নেহ রানা, শ্রীচরণি, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, সুজি বেটস, ইজাবেলা ওং, বাংলার তিতাস সাধুরা।