আজকাল ওয়েবডেস্ক: গত ন'ম্যাচে আট বার টসে হেরেছেন হরমনপ্রীত কৌর। ফাইনালেও টসে হারলেন। তবে টসকে খুব একটা বেশি প্রাধান্য দিলেন না।

দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। টসের পর হরমন জানালেন, 'আমরাও বল করতাম প্রথমে। প্রথমে ব্যাট করে বড় রানের লক্ষ্য দিতে চাই। সেটাই এখন মূল লক্ষ্য।' 

প্রথম ছ'টা ওভার দেখে খেলার কথা জানালেন তিনি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে তারপর গত ম্যাচের মতো পজিটিভ ইনটেন্ট নিয়ে খেলার কথা জানালেন।

জানালেন, গত ম্যাচের পর পর্যাপ্ত বিশ্রাম পেয়েছে দল। ফাইনালের জন্য টিম ইন্ডিয়া পুরোপুরি প্রস্তুত। দুই দলেই কোনও পরিবর্তন নেই।

সেমিফাইনালের দলই নামছে ফাইনালে। শেফালি ভার্মার থেকে বড় রানের আশা রাখছেন ক্রিকেটপ্রেমীরা।

 

(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)