আজকাল ওয়েবডেস্ক:‌ দুবাইয়ের পিচ কেমন হবে। ফাইনালের পিচ কেমন আচরণ করবে?‌ জানে না নিউজিল্যান্ড শিবির। পিচ নিয়ে সত্যিই কিউয়িরা অন্ধকারে। যদিও গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে দুবাইয়ে খেলেছিল নিউজিল্যান্ড। কিন্তু ফাইনালে দুবাইয়ে খেলতে নামার আগে পিচ নিয়ে অন্ধকারে নিউজিল্যান্ড শিবির। পিচ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্ররা।


দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার রাচিন রবীন্দ্র বলেছেন, ‘‌দুবাইয়ের পিচ কেমন হবে জানি না। ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে বল ঘুরছিল। কিন্তু ভারত–অস্ট্রেলিয়া ম্যাচে বল সেভাবে ঘোরেনি। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। রবিবার দ্রুত সেই কাজটা করতে হবে আমাদের।’‌ 


সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ হারে হারিয়ে ফাইনালে গেছে নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র করেন ১০৮। কেন উইলিয়ামসনের সংগ্রহ ১০২। এদিকে, ভারতের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে রান পাননি রাচিন। তিনি বলেছেন, ‘‌ব্যাট করতে নামলে আউট হবেই। আশা করব ফাইনালে দীর্ঘক্ষণ উইকেটে থাকার। দলের জন্য ভাল খেলতে চাই। কোনও প্রতিযোগিতা খেলতে নামলে প্রথম চারটি দলের মধ্যে থাকার চেষ্টা করি। শেষ কয়েক বছরে ধারাবাহিক ভাবে সেটা করতে পারছি। নিজেদের প্রস্তুতি নিয়েও খুশি। এখানে আগেই চলে এসেছিলাম। যা ভাল খেলতে সাহায্য করেছে।’‌ তিনি আরও যোগ করেছেন, ‘‌আশা করছি ভারতকে ফাইনালে চাপে রাখতে পারব। একটা নতুন দিন। নতুন খেলা। চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত।’‌