আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে এবার মারত্মক অভিযোগ। ক্যারিবিয়ান ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের অভিযোগে উঠেছে। তবে সংশ্লিষ্ট ক্রিকেটারের নাম প্রকাশিত করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছে, অভিযুক্ত ক্রিকেটার গায়ানার। তিনি বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য। একটি ভিডিও রিপোর্টে দাবি করা হয়েছে, ১১জন মহিলাকে শারীরিক নির্যাতনের অভিযোগ তাঁর বিরুদ্ধে। কিন্তু এখনও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। 

এই রিপোর্ট প্রথম গায়ানার একটি সংবাদপত্রে প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, '১১জন মহিলা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ করেছে। যার মধ্যে একজন নাবালিকাও আছে। তাঁদের ধর্ষণ এবং শারীরিক হেনস্থা করা হয়েছে। তাঁদের সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা হয়েছে।' তবে ক্রিকেটারের নাম উল্লেখ করা হয়নি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ পুরো বিষয়টি অস্বীকার করেছে। তাঁরা জানিয়েছে, 'ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই বিষয়ে কিছু জানে না। তাই কোনও মন্তব্য করার মতো জায়গায় নেই।' এমন দাবি করেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শালো। গত জানুয়ারিতে ব্রিসবেনে যে দল অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, সেই ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ জমা পড়েনি। অস্ট্রেলিয়া সফর শেষে গায়ানা ফিরে যাওয়ার পর বিষয়টি ধামাচাপা পড়ে যায়। বরং, দেশে ফিরে নায়কের অভ্যর্থনা পান। তবে গত দু'দিনে তদন্ত শুরু হয়েছে।