আজকাল ওয়েবডেস্ক: চলতি মাসের ৬ তারিখ থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে পিঙ্ক বল টেস্ট। সেই টেস্টে ওয়াশিংটন সুন্দরের খেলার সম্ভাবনা নব্বই শতাংশ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র অনুযায়ী, ওয়াশিংটন সুন্দরের দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ।
পারথে অনুষ্ঠিত প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে বসিয়ে নামানো হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। ভারত সেই টেস্ট ম্যাচ জিতেছিল ২৯৫ রানে। 
 
 প্রথম ইনিংসে ২ ওভার হাত ঘোরানোর সুযোগ পান ওয়াশিংটন সুন্দর। ২ ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন ও এক রান দেন ওয়াশিংটন সুন্দর।
দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট নেন তিনি। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ছাপ রাখেন ওয়াশিংটন সুন্দর। প্রথম ইনিংসে ৪ রানের পাশাপাশি, দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচে অপরাজিত ৪২ রানের পাশাপাশি একটি উইকেটও নেন। অ্যাডিলেডে পিঙ্ক বল হাতে ওয়াশিংটন সুন্দর কী করেন, সেটাই দেখার।
