আজকাল ওয়েবডেস্ক: হর্ষিত রানাকে  নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতের জয়ে লেগেছে বিতর্কের ছিটে। 

শিবম দুবের কনকাশন পরিবর্ত কী করে হলেন হর্ষিত রানা। এ নিয়ে যখন তীব্র চর্চা চলছে, তখন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল সাফাই দিলেন। 
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার জানালেন শিবম দুবের হেলমেটে বল লাগার পরে তাঁর মাথা ব্যথা করছিল। তার পরের ঘটনা মর্কেল কী বলছেন শুনুন। 

ভারতের বোলিং কোচ বলছেন, ''আমার যতদূর জানা শিবম দুবের মাথায় বল লাগার পরে ওর মাথা ব্যথা করছিল। ম্যাচ রেফারির কাছে আমরা পরিবর্ত হিসেবে হর্ষিত রানার নাম পাঠাই। ম্যাচ রেফারির কাছে কিছু পাঠিয়ে দেওয়া হলে তা পুরোটাই তার এক্তিয়ারে চলে যায়। তিনি কী সিদ্ধান্ত নেবেন, তা পুরোটাই তাঁর ব্যাপার। সেই মতোই সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি।'' 

হর্ষিত রানা জানতেন না তাঁকে বিকল্প হিসেবে পাঠানো হবে। তিনি তখন ডিনার শেষ করেছেন। কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে তৈরি করা হয় হর্ষিত রানাকে। মর্কেল বলছেন, ''হর্ষিত ডিনার সেরে ফেলেছিল। দ্রুত নিজেকে তৈরি করতে হত। আমার মতে দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরেছে হর্ষিত। পরিবর্তনের ব্যাপারটা আমাদেরও ক্ষমতার বাইরে। ম্যাচ রেফারি নিজে সিদ্ধান্ত নিয়েছে। আমরা নাম কেবল পাঠিয়েছি। আমাদের হাতে কিছু ছিল না। সবুজ সঙ্কেত পাওয়ায় আমরা এগিয়েছি।  হর্ষিতকে সুযোগ দেওয়া হয়েছে।''