আজকাল ওয়েবডেস্ক: আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে এগোলেন বিরাট কোহলি। দু'ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এলেন তারকা ক্রিকেটার। একধাপ নীচে নেমে ছয় নম্বরে রোহিত শর্মা। বুধবার আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। প্রথম দশের তালিকায় ঢুকে পড়লেন যশস্বী জয়েসওয়াল।‌ সাত নম্বরে রয়েছেন তরুণ বাঁ হাতি ব্যাটার। ম্যাঞ্চেস্টারে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওপেনিং টেস্টে সাফল্য পাওয়ায় একনম্বর স্থান ধরে রাখলেন জো রুট। একধাপে অনেকটাই ওপরে উঠে এলেন তাঁর সতীর্থ। তিন ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এলেন হ্যারি ব্রুক। পেছনে ফেলে দিলেন বাবর আজম, স্টিভ স্মিথ এবং রোহিত শর্মাকে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থ হওয়ায় ছয় ধাপ নীচে নেমে তিন থেকে নয় নম্বরে চলে গেলেন বাবর আজম। অন্যদিকে দশের তালিকায় ঢুকে পড়লেন মহম্মদ রিজওয়ান। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করে দশ নম্বরে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার। 

বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ছাড়াও প্রথম দশে রয়েছে দুই ভারতীয় বোলার। তিন নম্বরে আছেন যশপ্রীত বুমরা, সাতে রবীন্দ্র জাদেজা। ব়্যাঙ্কিংয়ে ওপরে উঠে এলেন ইংল্যান্ডের ক্রিস ওকস এবং শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো। ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের নাসিম শাহ এবং গাস আটকিনসনের। বর্তমান সাফল্যের জেরেই এগোলেন দুই বোলার। অলরাউন্ডারদের মধ্যেও প্রথম দশে তিন ভারতীয়। একনম্বর স্থান দখলে রাখলেন রবীন্দ্র জাদেজা। দুই নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। ছয় নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল।