আজকাল ওয়েবডেস্ক:‌ এটাই বিরাট কোহলির শেষ অস্ট্রেলিয়া সফর। এমনটাই মনে করছেন ভারতের চিরশ্রেষ্ঠ ওপেনার সুনীল গাভাসকার। 


পারথ টেস্টে শতরান করেছেন বিরাট। দেখতে দেখতে টেস্টে ৩০ শতরান হয়ে গেল বিরাটের। আর আন্তর্জাতিক ক্রিকেটে হয়ে গেছে ৮১ শতরান। সানি মনে করছেন, চলতি সফরে বিরাটের ব্যাটে আরও শতরান অপেক্ষা করে আছে। এটা ঘটনা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজে একেবারেই রান পাননি বিরাট। গড় ছিল ১৬–রও কম। কিন্তু পারথ টেস্টে মাত্র ১৪১ বলে দুরন্ত শতরান করেন বিরাট। 


এই পরিস্থিতিতে সুনীল গাভাসকার এক সাক্ষাৎকারে বলেছেন, বিরাটের রান পাওয়াটা দলকে আত্মবিশ্বাস জোগাবে। সানির কথায়, ‘‌যখন দলের সবচেয়ে অভিজ্ঞ ও সেরা ব্যাটার রান পায়, তখন গোটা দলের আত্মবিশ্বাস একটা আলাদা জায়গায় চলে যায়। বাকি চার টেস্টেও তাই ভারতের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে।’‌ এরপরই সানির সংযোজন, ‘‌দলের সেরা ক্রিকেটার যখন রানের মধ্যে থাকে, তখন দ্রুত দুই বা তিনটে উইকেট চলে গেলেও বাকি ক্রিকেটারদের আত্মবিশ্বাসে চিড় ধরে না। কারণ দলের সেরা ক্রিকেটার ছন্দে রয়েছে। তাই আমার মনে হয়, বাকি চার ম্যাচে আরও শতরান দেখা যাবে বিরাটের ব্যাটে।’‌ 


পারথ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫ রান করেছিলেন বিরাট। কিন্তু দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান করে সমালোচকদের মুখ বন্ধ করে দেন তিনি। 

এদিকে, দ্বিতীয় টেস্ট খেলতে এডিলেড পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।