আজকাল ওয়েবডেস্ক: উত্তেজনা ছড়াল মেলবোর্নে। ঝামেলায় জড়িয়ে পড়লেন বিরাট কোহলি ও স্যাম কনস্টাস। অভিষেক হওয়া তরুণ অজি ব্যাটারকে ইচ্ছাকৃত ধাক্কা মারার অভিযোগ উঠল বিরাটের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে খেলার ১০ ওভারের পর। মহম্মদ সিরাজ ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাস। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাসের বিষয়টি পছন্দ হয়নি। তিনি কোহলিকে কিছু একটা বলেন। পাল্টা কোহলিও রক্তচক্ষু দেখিয়ে কনস্টাসকে উত্তর দেন। যদিও বিষয়টি বেশিদূর গড়ায়নি। সতীর্থ ওপেনার উসমান খোয়াজা এসে কনস্টাসকে সরিয়ে নিয়ে যান। পাশাপাশি কোহলিকেও অনুরোধ করেন ঘটনাটি সেখানে শেষ করে দেওয়ার জন্য। ঝামেলা থামাতে এগিয়ে আসেন দুই আম্পায়ারও।
এই ঘটনার রিপ্লে বারবার দেখাতে থাকে সম্প্রচারকারীরা। ওই রিপ্লেতে আবার দেখা গেছে, কনস্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন। কোহলিই যাওয়ার পরে দিক পরিবর্তন করে কনস্টাসের কাছে গিয়ে তাঁকে গিয়ে ধাক্কা মারেন। এই ঘটনাটির তীব্র নিন্দা করেছেন সুনীল গাভাসকার, মাইকেল ভনের মতো প্রাক্তন ক্রিকেটাররা।
এই ঘটনাটির তদন্ত নিশ্চয়ই করবেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। বিরাট যদি দোষী হয়ে থাকেন তাহলে আইসিসির নিয়ম অনুযায়ী ৩ বা ৩ ডিমেরিট পয়েন্ট কাটা হতে পারে বিরাটের। যদি তাঁর অপরাধ লেভেল ২ পর্যায়ে হয়। চার পয়েন্ট কাটা গেলে সিডনি টেস্টে খেলা হবে না বিরাটের। তবে লেভেল ওয়ান অপরাধ হলে ম্যাচ ফি থেকে জরিমানা দিয়েই রেহাই পেয়ে যাবেন বিরাট।
