আজকাল ওয়েবডেস্ক: আধুনিক ক্রিকেট শাসন করেন চারজন। বিশেষ করে টেস্ট ক্রিকেট। এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, জো রুট, স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসন। এই চারজনকে 'ফ্যাব ফোর' বলা হয়। বিশ্বক্রিকেটে নিজেদের নামের প্রতি সুবিচার করেছে এই চার তারকা। তবে তাঁদের মধ্যে কে শ্রেষ্ঠ, সেই নিয়ে এখনও বিতর্ক চলে। এই নিয়ে বিশেষজ্ঞ এবং ফ্যানদের মধ্যে দ্বিমত রয়েছে। এবার এই নিয়ে নিজের মতামত দিলেন অ্যালিসা হিলি। চারের মধ্যে বিরাট কোহলিকে শেষে রাখেন অস্ট্রেলিয়ার মহিলা দলের তারকা ক্রিকেটার। হিলি বলেন, 'সবাই গ্রেট ক্রিকেটার। তবে আমি সংখ্যার দিক থেকে বিচার করছি। আমি কোহলিকে চার নম্বরে রাখতে চাই। তবে বাকি দিক থেকে আমি ওকে একনম্বরে রাখব। তবে শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে বিচার করলে, বিরাট চারে থাকবে। ও কতটা ক্রিকেট খেলছে, সেই অনুযায়ী ওর সংখ্যা বিচার করছি। তবে যে চাপের মধ্যে ও খেলে, সেই অনুযায়ী ওর পরিসংখ্যান খুবই ভাল। তবে বিশ্লেষণাত্মকভাবে কোহলি চারেই থাকবে।'
অস্ট্রেলিয়ার হয়ে ছটি টি-২০ বিশ্বকাপ এবং দুটি একদিনের বিশ্বকাপ জেতা মহিলা ক্রিকেটার তিন নম্বরে রাখলেন জো রুটকে। দ্বিতীয় স্থানে স্টিভ স্মিথ, এবং একনম্বরে কেন উইলিয়ামসন। তাঁর মতে বাকি ব্যাটাররা সতীর্থদের থেকে সাপোর্ট পেয়েছে। কিন্তু উইলিয়ামসনের ওপর নিউজিল্যান্ডের ভবিষ্যৎ নির্ভর করে। এই প্রসঙ্গে হিলি বলেন, 'উইলিয়ামসন পুরো নিউজিল্যান্ড দলটাকে একাই টানে। বিরাট বিশ্বের সেরা প্লেয়ার। এই বিষয়ে কোনও দ্বিমত নেই। তবে ও না পারলেও অন্য কেউ খেলে দেয়। রোহিত শর্মা, কেএল রাহুল একশো করতে পারে। এমনকী আট নম্বরে নেমে রবীন্দ্র জাদেজাও শতরান করতে পারে। ও সবসময় পাশে একজনকে পায়। কিন্তু উইলিয়ামসন যদি রান না পায়, নিউজিল্যান্ডের জেতার সম্ভাবনাই থাকে না।' নিজের এই তালিকার উপযুক্তি ব্যাখ্যা করেন অস্ট্রেলিয়ান তারকা।
