আজকাল ওয়েবডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া সিরিজে স্লেজিং হবে না ভাবা দুষ্কর। স্লেজিংয়ে বরাবরই একনম্বরে অজিরা। তবে এবার উল্টো দিকে ধরা পড়লেন স্যাম কনস্টাস। মেলবোর্নে অভিষেক হয় অস্ট্রেলিয়ান ওপেনারের। সেই থেকেই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে নানানভাবে বিতর্কে জড়িয়ে পড়ছেন। এমসিজিতে নবাগত ক্রিকেটারকে ধাক্কা মারায় জরিমানা হয় বিরাট কোহলির। ডিমেরিট পয়েন্টও পান। তবে তাতে থামেননি তারকা ক্রিকেটার। সিডনি টেস্টের দ্বিতীয় দিন কনস্টাসকে ক্রমাগত স্লেজিং করলেন বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরা। বাদ যাননি যশস্বী জয়েসওয়ালও। তরুণ অজি ওপেনারের উদ্দেশে তিনি বলেন, 'মনে হচ্ছে ঠিকমতো ব্যাটে বল আসছে না।'
সম্প্রচারকারী চ্যানেল তাঁদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে বুমরার উদ্দেশে কোহলিকে বলতে শোনা যায়, 'বুমরা, এটাই তোমার ম্যান। ওর শরীর বরাবর বল করো। ও হয়তো আক্রমনাত্মক শট খেলতে যাবে। ওকে আউট করার একটা সুযোগ থাকবে। আমাদের হাতে এক ওভার আছে, এই সুযোগ কাজে লাগাও।' এর উত্তরে বুমরা কনস্টাসকে দশ নম্বর ব্যাটার হিসেবে উল্লেখ করেন। বলেন, দশ নম্বর ব্যাটারের মতো খেলছে। দ্বিতীয় দিন ভারতকে ম্যাচে ফেরান পেসাররা। মাত্র ১৮১ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। কম রানে টিম ইন্ডিয়াকে আউট করার ফায়দা তুলতে পারেনি অজিরা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ভারতের রান ১২৮। টপ অর্ডার আবার ব্যর্থ। রান পাননি কোহলিও। সেই খোঁচা মেরে আউট। ৬ রানে ফেরেন বিরাট। একমাত্র সফল ঋষভ পন্থ। টি-২০ ক্রিকেটের মেজাজে ব্যাট করেন। ৬১ রান করে আউট হন পন্থ।
