আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছেন তিনি। 

বোর্ড তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে। কিন্তু একটি সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, কোহলি তাঁর সিদ্ধান্তে অনড়। তিনি নড়ছেন না আগের সিদ্ধান্ত থেকে। 

বোর্ড কোহলিকে প্রাণপন বোঝানোর চেষ্টা করলেও প্রত্যাশিত ফলাফল আসছে না বলেই প্রতিবেদনে লেখা হয়েছে। কোহলি নিজের সিদ্ধান্ত বদলাচ্ছেন না। স্থির করে ফেলেছেন টেস্ট ক্রিকেট থেকে তিনি সরে দাঁড়াবেন। 

এর মধ্যেই খবর এক উচ্চ প্রভাবশালী ব্যক্তিকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে বলা হয়েছে, যাতে তিনি কোহলিকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারেন। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। কোহলি নিজের সিদ্ধান্তেই অবিচল। টেস্ট ফরম্যাট থেকে অবসর নিতে চান। যদিও সরকারি ভাবে কোহলি বা বোর্ডের তরফ থেকে এখনও ঘোষণা হয়নি। 

আসন্ন ইংল্যান্ড সফরের আগে ভারতীয় ক্রিকেটে মহানাটক বললেও অত্যুক্তি করা হবে না। প্রথমে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন। সেই রেশ মিটতে না মিটতেই কোহলি বোর্ডকে জানালেন, তিনিও টেস্ট ফরম্যাট থেকে সরে যাবেন। কোহলিকে বোর্ড বোঝানোর চেষ্টা করেছে, এই অনভিজ্ঞ ভারতীয় দলের মিডল অর্ডারে তাঁর থাকাটা কতটা জরুরি। কিন্তু বিরাট কোহলি কিছুতেই তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি নন।  

সেই সংবাদ মাধ্যমকে এক সূত্র জানিয়েছেন,  ''বোর্ডকে দু'সপ্তাহ আগেই টেস্ট ছাড়ার কথা জানায় কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য কোহলিকে অনুরোধ করে বোর্ড। কিন্তু কোহলি নিজের অবস্থানে অনড়। বাকিটা স্থির হবে দল নির্বাচনী সভায়।'' 

এদিকে আরও এক সূত্র অনুযায়ী শোনা যাচ্ছে, কোহলি নাকি নেতৃত্ব ফিরে পেতে চেয়েছিলেন। তা নস্যাৎ হয়ে যাওয়ায় টেস্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কোহলিকে নিয়েই চর্চা দেশের ক্রিকেটমহলে।