আজকাল ওয়েবডেস্ক: ব্যাটে রান নেই। শত চেষ্টা করেও ছন্দ ফিরছে না। প্রত্যেক ম্যাচে সেই একইভাবে আউট হচ্ছেন। ভাগ্য বদলাতে এবার নিজের ভোলই বদলে ফেললেন বিরাট কোহলি। বক্সিং ডে টেস্টের আগে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিলেন তারকা ক্রিকেটার। ব্রিসবেন থেকে মেলবোর্নে এসে পৌঁছেছে ভারতীয় দল। কোহলির নতুন চুলের ছাঁট ইন্টারনেট তোলপাড় করে দিচ্ছে। বিরাটের নতুন হেয়ারস্টাইল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। তাতেই নেটমাধ্যমে হুলুস্থূল পড়ে গিয়েছে। বিরাট কোহলি ফ্যান ক্লাব সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছে সেলুনে বসে আছেন সুপারস্টার ক্রিকেটার। তাঁর চুলের ছাঁট চলছে। ভিডিওর ক্যাপশনে লেখা আছে, 'কিংয়ের নতুন ক্রাউন।' 

পারথে দ্বিতীয় ইনিংসে শতরান ছাড়া বাকি ইনিংসে একেবারেই ছন্দে পাওয়া যায়নি কোহলিকে। ব্রিসবেন টেস্টের আগে অ্যাডিলেডে বিশেষ প্রস্তুতিও নেন। কিন্তু সেটাও কাজে লাগেনি। প্রত্যেক ইনিংসেই অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হচ্ছেন। মেলবোর্ন এবং সিডনিতে তাঁর রানে ফেরার অপেক্ষা। প্রথম তিন টেস্টের ভেন্যুয়ের তুলনায় এখানে ব্যাট করা কিছুটা সহজ। ভারতীয়দের ব্যাটিং স্টাইলের সঙ্গে মানানসই। তাই শেষ দুই টেস্টে কোহলির ফর্মে ফেরার অপেক্ষায় ভক্তরা। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বক্সিং ডে টেস্ট। বিরাটের নতুন চুলের স্টাইলের পাশাপাশি নতুন, লড়াকু টিম ইন্ডিয়াকে দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেটপ্রেমীরা। টপ অর্ডার থেকে বোলিং, সব বিভাগেই পরিবর্তন দরকার। ওপেনিংয়ে রান পেতে হবে যশস্বী জয়েসওয়ালকে। ছন্দে ফেরা অত্যন্ত জরুরি রোহিত শর্মার। একইসঙ্গে যশপ্রীত বুমরার ওপর অতিরিক্ত নির্ভরতা কাটাতে হবে।