আজকাল ওয়েবডেস্ক:  উত্তেজনা ছড়াল মেলবোর্নে। ঝামেলায় জড়িয়ে পড়লেন বিরাট কোহলি ও স্যাম কনস্টাস। অভিষেক হওয়া তরুণ অজি ব্যাটারকে ইচ্ছাকৃত ধাক্কা মারার অভিযোগ উঠল বিরাটের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে খেলার ১০ ওভারের পর। মহম্মদ সিরাজ ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাস। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাসের বিষয়টি পছন্দ হয়নি। তিনি কোহলিকে কিছু একটা বলেন। পাল্টা কোহলিও রক্তচক্ষু দেখিয়ে কনস্টাসকে উত্তর দেন। 

বিরাট কোহলি ও কনস্টাসের মধ্যে কী কথাবার্তা হয়েছিল?সম্প্রচারকারী চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময়ে কনস্টাস বলেন, ''আমার মনে হয় দু'জনেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি বিষয়টা প্রথমে বুঝতেই পারিনি। আমি গ্লাভস ঠিক করছিলাম। তার পরই অনুভব করলাম আমাকে কে যেন ধাক্কা মারল। তবে ক্রিকেটে এরকম হয়েই থাকে। মাঠের লড়াই মাঠেই থাক।'' 

 

?ref_src=twsrc%5Etfw">December 26, 2024

তবে ক্রিকেট তো বডি কন্ট্যাক্ট গেম নয়। কোহলির এই ধাক্কা মারা নিয়ে রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গাররা সোচ্চার। বুমরাকে রিভার্স সুইপে কনস্টাসের বাউন্ডারি মারা, ছক্কা হাঁকানো কিন্তু দীর্ঘদিন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের।   

 

?ref_src=twsrc%5Etfw">December 26, 2024