আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেনে অস্তাচলে গেলেন রবি। ক্রিকেটবিশ্ব অবাক। বিস্মিত ক্রিকেটবিশ্ব। এখনও  অনেক ক্রিকেট ছিল তাঁর মধ্যে। 

তাঁর আকস্মিক সিদ্ধান্ত সবাইকে অবাক করলেও দু'জন একেবারেই বিস্মিত হননি। তাঁরা আগে থেকেই জানতেন অশ্বিন অবসর নেবেন। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারত অধিনায়ক  রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর আগে থেকেই জানতেন অশ্বিন অবসর নেবেন। কিন্তু অশ্বিনের এহেন সিদ্ধান্তের বিষয়ে বিন্দুবিসর্গ জানতেন না বিরাট কোহলি। ফলে তারকা অফস্পিনারের অবসর গ্রহণের সিদ্ধান্ত শোনার পরে অবাক হয়ে যান কোহলিও। 


 অশ্বিনের অবসর ঘোষণার পর আবেগেঘন বার্তা দিয়েছেন বিরাট কোহলিও। টানা ১৪ বছর দু'জন  একসঙ্গে খেলেছেন। অনেক উত্থান-পতনের সাক্ষী দুই তারকা।  
অশ্বিনের অবসরের সিদ্ধান্তে   তাঁর চোখের জল মুছিয়ে দেন কোহলি। 

নির্বাচক কমিটির পক্ষ থেকে অস্বিনের উপরে কিছু চাপিয়ে দেওয়া হয়নি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্তা পিটিআই-কে বলেন, ''সিলেকশন কমিটির তরফ থেকে কোনও চাপ ছিল না। ভারতীয় ক্রিকেটে অশ্বিন কিংবদন্তি। নিজস্ব সিদ্ধান্ত ও নিতেই পারে।'' 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ গৌতম গম্ভীর ছাড়া কেউই জানতেন না অশ্বিনের সিদ্ধান্তের কথা। তাই দলের সবাই হতবাক হয়ে যান।