আজকাল ওয়েবডেস্ক: কটকে ওয়ানডে অভিষেক ঘটল বরুণ চক্রবর্তীর। ৩৩ বছর বয়সে ওয়ানডেতে অভিষেক হওয়ায় নজির গড়লেন তিনি। 

কী সেই নজির? ১৯৭৪ সালে সবচেয়ে বেশি বয়সে ওয়ানডে ফরম্যাটে অভিষেক ঘটেছিল ফারুক ইঞ্জিনিয়ারের। সেই সময়ে তাঁর বয়স ছিল ৩৬ বছর ১৩৮ দিন। 

তাঁর পরে বরুণ চক্রবর্তী দ্বিতীয় ব্যক্তি হিসেবে বেশি বয়সে আত্মপ্রকাশ করলেন ওয়ানডে ফরম্যাটে। 

বরুণ চক্রবর্তী আচম্বিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলে ঢোকেন। টি-টোয়েন্টি সিরিজে বরুণের দুর্দান্ত পারফরম্যান্স দেখার পরে ওয়ানডে ফরম্যাটে তাঁকে সংযুক্ত করা হয়। কুলদীপ যাদবের পরিবর্তে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথম একাদশে জায়গা পান বরুণ। 

কটকের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতীয় দলে জোড়া পরিবর্তন করা হয়েছে। বরুণ চক্রবর্তীর সঙ্গে সঙ্গে বিরাট কোহলি দলে ফিরেছেন। অবশ্য কোহলি যে দলে ফিরবেন সেই ব্যাপারে সবাই একপ্রকার নিশ্চিতই ছিলেন। 

এদিন বিরাট কোহলি দলে ফেরায় বিশ্রাম দেওয়া হল যশস্বী জয়সওয়ালকে। প্রথম ওয়ানডে ম্যান অনুষ্ঠিত হয়েছিল নাগপুরে। সেই ম্যাচে যশস্বীর অভিষেক হয়েছিল। বিশেষ রান তিনি করতে পারেননি। 

বিরাট কোহলির হাঁটুতে চোট থাকায় শেষ মুহূর্তে শ্রেয়স আইয়ার দলে ঢোকেন নাগপুরে। এদিন অবশ্য শ্রেয়স আইয়ার থেকে গেলেন দলে। গোটা দেশের নজরে এখন বিরাট কোহলি ও রোহিত শর্মা।