আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের রয়্যালসের বৈভব সূর্যবংশী মাথা ঘুরিয়ে দিয়েছিলেন আইপিএলে।
মেগা টুর্নামেন্ট শেষ হতেই ফের গর্জে উঠল তাঁর ব্যাট। ভারতের অনূর্ধ্ব ১৯ এনসিএ ক্যাম্পে সূর্যবংশী মাঠের যত্রতত্র বল ফেললেন।
অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাবে। তারই প্রস্তুতি চলছে। ইংল্যান্ড সফরে ভারত পাঁচটি বেসরকারি ওয়ানডে ম্যাচ খেলবে। সেই সঙ্গে দুটো চার দিনের ম্যাচও খেলবে।
ওপেন করবেন বৈভব। তাঁর সঙ্গী হতে পারেন আয়ুষ মাত্রে। এর আগে ২০২৪ সালে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে সূর্যবংশী পাঁচটি ইনিংসে ১৭৬ রান করেন। গড় ছিল প্রায় ৪৪।
প্রস্তুতি শিবিরে দেখা গিয়েছে সূর্যবংশী দুর্দান্ত ছন্দে রয়েছেন। লং অন ও মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে ছক্কা হাঁকান তিনি। সূর্যবংশীর ব্যাটিংয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
Vaibhav Suryavanshi in the U19 NCA camp. ????pic.twitter.com/e6eCD9yqiV
— Mufaddal Vohra (@mufaddal_vohra)Tweet by @mufaddal_vohra
এবারের আইপিএলে অভিষেক ম্যাচে ছক্কা হাঁকিয়ে শুরু করেছিলেন সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। রাজস্থান রয়্যালসের শেষ ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচে ৩৩ বলে ৫৭ রান করেন সূর্যবংশী।
আইপিএল শেষ হওয়ার পরেও বিধ্বংসী মেজাজে রয়েছেন সূর্যবংশী।
