আজকাল ওয়েবডেস্ক: বয়স মাত্র ১৩ বছর ২৩৪ দিন। ভারতীয় ক্রিকেটে বৈভব সূর্যবংশী এক বিস্ময় বালকের নাম। সেই সূর্যবংশীকেই যদি আইপিএলে দেখা যায় মিচেল স্টার্ক বা বুমরার দারুণ গতির বল ফ্লিক করে বাউন্ডারিতে পাঠাচ্ছেন, তাহলে কেমন লাগবে!
আইপিএল মিলিয়ে দেওয়ার মঞ্চ। দারুণ দক্ষ, অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে অনভিজ্ঞদেরও খেলতে দেখা যায়। অভিজ্ঞদের সংস্পর্ষে এসে অভিজ্ঞতা বাড়ে তরুণদের। আইপিএলে বৈভবকে তুফান তুলতে দেখা যেতেই পারে।
ইতিমধ্যেই বৈভবকে নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। অনূর্ধ্ব ১৯ টেস্ট দলের হয়ে খেলা হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে অবাক করে দিয়েছে বৈভব। যা ধরছে, তাতেই সোনা ফলাচ্ছে ১৩ বছরের ছোট্ট ছেলে। এহেন বৈভবকে আইপিএলে দেখতে চান ক্রিকেটপাগলরা। আইপিএল তো তৈরি হওয়ার মঞ্চও।
চলতি মাসের ২৪-২৫ তারিখ জেদ্দায় বসবে আইপিএল নিলামের আসর। সেই নিলামে বিস্ময়বালক বৈভবকে নিয়ে ঝড়় উঠতেই পারে। তাকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।
যে প্লেয়ারদের নিলামে তোলা হচ্ছে, তাঁদের একটি তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। সেই তালিকায় নাম রয়েছে ১৩ বছরের বৈভব। আইপিএলের নিলামে সর্বকনিষ্ঠ হিসেবে উপস্থিত থাকছে বৈভব।
বৈভব মানেই রেকর্ড আর রেকর্ড। বৈভব সূর্যবংশী ব্যাট করতে নামা মানেই সূর্যের আলো ক্রিকেট মাঠে। রঞ্জি ট্রফিতে ইতিমধ্যেই খেলে ফেলেছে।
বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে বৈভবের। শুরু হয়ে যায় চর্চা। চলে আলোচনা। এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে বৈভব। রান সংখ্যা ১০০। সর্বোচ্চ রান ৪১।
রঞ্জি ছাড়াও হেমান ট্রফি, কোচবিহার ট্রফিও খেলা হয়ে গিয়েছে বৈভবের। হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করে ফেলেছে বিস্ময় বালক। ভিনু মাঁকড় ট্রফিতে পাঁচ ম্যাচে চারশো রান বৈভবের।
এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে বৈভব মোট ৪৯টি সেঞ্চুরি করেছে বলেই শোনা যায় ভারতের ক্রিকেটমহলে। আইপিএলের মেগা নিলামের ভেন্যু এবার জেদ্দা। দু' দিনে ৫৭৪ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশি।
