আজকাল ওয়েবডেস্ক: ভারতে বিশ্বকাপ খেলতে এসে বিপদে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার। মধ্যপ্রদেশের ইন্দোরে শ্লীলতাহানির শিকার দুই অজি ক্রিকেটার। শনিবার এমনই দাবি ইন্দোর পুলিশের। বৃহস্পতিবার সকালে খাজরানা রোড চত্বরে এই ঘটনা ঘটে। শুক্রবার একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সাব ইন্সপেক্টর নিধি রঘুবংশী জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী, অস্ট্রেলিয়ার দু'জন মহিলা ক্রিকেটার নিজেদের হোটেল থেকে বেরিয়ে একটি ক্যাফের দিকে হাঁটছিলেন। সেই সময় একজন মোটরবাইকে তাঁদের পিছু নেয়। কিছুটা দূর যাওয়ার পর দু'জন ক্রিকেটারের শ্লীলতাহানি করে। তারপর পুলিশে অভিযোগ দায়ের করে অস্ট্রেলিয়া দল। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ইন্দোর পুলিশ। আকিল নামক যুবকের বিরুদ্ধে এফআইআর করা হয়। ভারতীয় আইনের ৭৪ এবং ৭৮ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার। তার দু'দিন আগেই ইন্দোর পৌঁছে যায় অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। হোটেল থেকে বেরিয়ে ক্যাফেতে যাওয়ার সময় এই বিপত্তি। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই হোটেলে খবর পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছন অস্ট্রেলিয়া দলের সুরক্ষার দায়িত্বে থাকা ড্যানি সিমন্স। তিনিই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। খবর পাওয়া মাত্র তদন্ত শুরু হয়। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা সেটাও দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ার দু'জন ক্রিকেটারের সঙ্গে দেখা করেন ইন্দোরের সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্র। তবে নিরাপত্তাজনিত কারণে ক্রিকেটারদের নাম প্রকাশ্যে আনা হয়নি।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। জানানো হয়, এইধরনের ঘটনা কোনও মহিলার বরদাস্ত করা উচিত নয়। একটি বিবৃতিতে এমপিসিএর পক্ষ থেকে জানানো হয়, 'ইন্দোরে অস্ট্রেলিয়ার দু'জন মহিলা ক্রিকেটারের সঙ্গে শ্লীলতাহানির ঘটনায় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন দুঃখিত। আমরা চাই না কোনও মহিলা এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাক। যাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, তাঁদের জন্য ব্যথিত। এমন ঘটনা আমাদের এমপিসিএর সবাইকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা ভুলে আবার ক্রিকেটাররা ক্রিকেটে ফিরে গিয়েছে দেখে ভাল লাগছে। এই ঘটনার জন্য আয়োজক হিসেবে আমরা ক্ষমাপ্রার্থী। সাধারণত আমাদের শহর সুরক্ষিত। সেখানে এমন ঘটনা মেনে নেওয়া যায় না।' এই ঘটনার তদন্ত করছে পুলিশ। একজনকে গ্রেফতারও করা হয়েছে। অন্য কেউ জড়িত আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
