আজকাল ওয়েবডেস্ক:‌ এত ভুল সিদ্ধান্ত একটি ম্যাচে!‌ ওয়েস্ট ইন্ডিজ–অস্ট্রেলিয়া টেস্টের তৃতীয় আম্পায়ারকে নিয়ে শুরু হয়েছে চর্চা। তাঁর নেওয়া তিনটি সিদ্ধান্তে কখনও সুবিধা পেল অস্ট্রেলিয়া, কখনও ওয়েস্ট ইন্ডিজ। প্রশ্ন উঠে গেল আদ্রিয়ান হোল্ডস্টকের যোগ্যতা নিয়ে।


যেমন টেস্টের প্রথম দিনে ট্রেভিস হেডকে আউট দেননি হোল্ডস্টক। শামার জোসেফের বল হেডের ব্যাটে লেগে জমা পড়ে উইকেটরক্ষকের হাতে। কিন্তু মাঠের আম্পায়ার বুঝতে পারেননি ক্যাচটি সঠিকভাবে নেওয়া হয়েছে কি না। তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়া হয়। দেখা যায় বল স্পষ্টভাবেই উইকেটরক্ষকের হাতে গিয়েছে। কিন্তু তৃতীয় আম্পায়ারের মনে হয় ক্যাচ নেওয়া হয়েছে কি না, তা বোঝা যাচ্ছে না। তিনি আউট দেননি।


আবার দ্বিতীয় দিনে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে সুবিধা পায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করছিলেন রোস্টন চেজ। বল করছিলেন জস হ্যাজেলউড। বল চেজের প্যাডে লাগে। মাঠের আম্পায়ার নট আউট দিলে রিভিউ নেয় অস্ট্রেলিয়া। সেখানে দেখা যায় অস্ট্রেলিয়ান পেসারের বল চেজের প্যাডে লেগেছে। ব্যাটে লাগার আগেই স্নিকো মিটারে স্পাইক দেখা যায়। অস্ট্রেলিয়া দল সেটা দেখে আনন্দ করতে শুরু করে দেয়। কিন্তু তৃতীয় আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন। 


দ্বিতীয় দিনে আবার একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। এবারেও ব্যাটার ছিলেন চেজ। বল করছিলেন প্যাট কামিন্স। চেজকে ৫০তম ওভারে এলবিডব্লিউ দেন মাঠের আম্পায়ার। কিন্তু রিভিউ নেন ব্যাটার। সেখানে দেখা যায় বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় কোনও শব্দ হয়নি। অন্তত স্নিকো মিটারে কোনও স্পাইক ছিল না। কিন্তু বলটি ব্যাটের পাশ দিয়ে যাওয়ার পরেই অনেকটা বেঁকে যায়। খালি চোখেও সেটা দেখা যাচ্ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল বল ব্যাটে লেগেছে। কিন্তু তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত নেন।