আজকাল ওয়েবডেস্ক: ২৫ তম গ্র্যান্ড স্ল্যামের জন্য অপেক্ষা বাড়ল নোভাক জকোভিচের। ফরাসি ওপেনের সেমিফাইনালে হেরে গেলেন সার্বিয়ান তারকা। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে শীর্ষবাছাই জানিক সিনারের কাছে হারলেন স্ট্রেট সেটে। খেলার ফল সিনারের পক্ষে ৬–৪, ৭–৫, ৭–৬। রবিবার ফরাসি ওপেনের ফাইনালে মুখোমুখি হবেন বিশ্বের এক নম্বর সিনার এবং দু’নম্বর কার্লোস আলকারাজ। স্প্যানিশ আলকারাজ গতবারের চ্যাম্পিয়ন। তিনি এবার নামবেন খেতাব ধরে রাখতে।
স্কোর দেখে একপেশে মনে হলেও খেলা কিন্তু মোটেই সেরকম হয়নি। বেশ উচ্চমানের টেনিসই হয়েছে। শেষের দিকে বয়সের ছাপ একটু হলেও ধরা পড়ল জকোভিচের খেলায়। ২০২১ সালের পর প্রথম বার সুরকির কোর্টে মুখোমুখি হয়েছিলেন এই দুই খেলোয়াড়। কিন্তু জকোভিচ জিততে পারলেন না।
তিন বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন জকোভিচের দ্বিতীয় সেটের শুরু থেকেই পায়ে সমস্যা হচ্ছিল। যে কারণে তিনি তৃতীয় সেট শুরুর আগে মেডিক্যাল টাইম আউট নেন।
এদিকে, প্রথম সেমিফাইনালে চোটের জন্য ম্যাচ ছেড়ে দেন লরেঞ্জো মুসেত্তি। প্রথম সেটটি তিনি জিতেছিলেন। পরের দুটি জেতেন আলকারাজ। চতুর্থ সেটে যখন মুসেত্তি খেলা ছাড়ছেন তখন স্কোর ৪–৬, ৭–৬, ৬–০, ২–০।
