আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবোয়ে। সেই দলে রয়েছেন বেন কারেন। 

জিম্বাবোয়ের বিখ্যাত প্রাক্তন ক্রিকেটার কেভিন কারেন। তাঁর ছেলেই বেন। জিম্বাবোয়ের ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।  ইংল্যান্ডের দুই ক্রিকেটার টম ও স্যাম কারেনের ভাই বেন।

বিখ্যাত কারেন পরিবারে আরও একটি অধ্যায় তৈরি হতে চলেছে। ২৮ বছরের বেন বাঁ হাতি ওপেনার। তাঁর জন্ম ইংল্যান্ডের নর্দাম্পটনে। নর্দাম্পটনশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৮ সালে অভিষেক হয় বেনের। 

২০২২ সালের পর জিম্বাবোয়ের হয়ে খেলা শুরু করেন তিনি। লিস্ট-এ প্রতিযোগিতায় চার ম্যাচে একটি শতরান ও দু'টি হাফ সেঞ্চুরি-সহ ২৫৮ রান বেনের। প্রথম শ্রেণির লোগান কাপেও বেনের সংগ্রহ ৫১৯ রান। তাঁর এহেন পারফরম্যান্সের জন্যই নির্বাচকদের নজরে পড়ে যান। 

বাবা কেভিন কারেন জিম্বাবোয়ের হয়ে খেলেছেন  ১১টি ওয়ানডে।  পরে সহকারী কোচ হিসেবেও কাজ করেন তিনি। তাঁর দুই ছেলে টম ও স্যাম ইংল্যান্ডের হয়ে খেলেন। বেন খেলবেন জিম্বাবোয়ের হয়ে।

স্যাম কারেন ইংল্যান্ডের হয়ে ২৪টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। অন্য দিকে টম কারেন খেলেছেন ২টি টেস্ট, ২৮টি ওয়ানডে ও ৩০ টি টি-টোয়েন্টি। ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জিম্বাবোয়ে-আফগানিস্তান সিরিজ। চলতি মাসের ১১ তারিখ প্রথম  টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ হবে শুক্র ও শনিবার। ওয়ানডে হবে ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর। সেই সিরিজেই আবির্ভাব ঘটবে বেনের।